থাইল্যান্ড উদ্ধারকার্যে আছে ভারতেরও অবদান

Last Updated:

থাইল্যান্ডের উদ্ধারকার্যে ভারতের অবদান ।

#পুনে:   সমস্ত উৎকন্ঠার অবসান ঘটিয়ে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে উদ্ধার পেয়েছে কিশোর ফুটবল দল । ইলন মাস্কের সাবমেরিন যদিও খুব একটা কাজে আসেনি । কিন্তু এই উদ্ধারকাজে কৃতিত্ব আছে ভারতেরও ।
থাইল্যান্ডের উদ্ধারকার্যে মূল সমস্যা ছিল ক্রমবর্ধমান জলের মাত্রা । আর এই সমস্যারই সমাধান দিয়েছে পুনের এক প্রযুক্তি সংস্থা কির্লোসকার ব্রাদার্স লিমিটেড । এদের মূল দক্ষতার জায়গা হল 'ডিওয়াটারিং' বা জলের মাত্রা হ্রাস করানো। থাই কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে সুপারিশ জানিয়েছিল ভারতীয় দূতাবাস । এরপরই ভারত, থাইল্যান্ড ও ইংল্যান্ড থেকে একটি বিশেষ দল যায় থাইল্যান্ডে ।
advertisement
advertisement
৫ জুলাই থাম লুয়াংএ পৌঁছায় এই দল । বিশেষ পাম্পিং এর সাহায্যে দ্রুত জল নিষ্কাশন সহ আরও অন্যান্য প্রযুক্তিগত কাজেও সাহায্য করে কির্লোসকার ব্রাদার্স ।
মহারাষ্ট্র থেকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য চারটি বিশেষ উচ্চক্ষমতাসম্পন্ন অটোপ্রাইম ডিওয়াটারিং পাম্পও প্রস্তুত রেখেছিল এই সংস্থা ।
ইতিমধ্যই থাইল্যান্ডেরউদ্ধারকারী দলকে বিশ্বের অন্যতম সেরা বলে আখ্যা দেওয়া হয়েছে । তারমধ্যেই নিজেদের স্বাক্ষর  রাখল ভারতীয় এই দল ।
বাংলা খবর/ খবর/দেশ/
থাইল্যান্ড উদ্ধারকার্যে আছে ভারতেরও অবদান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement