Indian Railways: সাফাই অভিযানে এবার ড্রোনের কামাল, কোন প্রকল্প হাতে নিল রেল?

Last Updated:

ট্রেনের কোচ এবং রেল স্টেশনগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নত করা দিকে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা রেলওয়ে স্টেশনে তার প্রথমবারের মতো ড্রোন-বেসড পরীক্ষামূলক সাফাই অভিযান চালায়।

ড্রোনের সাহায্যে ট্রেনের সাফাই৷
ড্রোনের সাহায্যে ট্রেনের সাফাই৷
দেশে প্রথম বার ভারতীয় রেলের অভিনব কৌশলে সাফাই অভিযান। ট্রেনের কোচ থেকে স্টেশন নয়া উপায়ে চলল সাফাই অভিযান। কামাখ্যা রেলওয়ে স্টেশনে সর্ব প্রথম ড্রোন-বেসড পরীক্ষামূলক সাফাই অভিযান চালাল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।
ট্রেনের কোচ এবং রেল স্টেশনগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নত করা দিকে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা রেলওয়ে স্টেশনে তার প্রথমবারের মতো ড্রোন-বেসড পরীক্ষামূলক সাফাই অভিযান চালায়। এই অভিযানে বিশেষভাবে স্টেশন চত্বরে উঁচু এবং দুর্গম পরিকাঠামোগুলির পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে ট্রেনের কোচের ছাদ এবং বর্হিভাগের পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয় ও স্বচ্ছতা স্বাস্থ্যবিধি উন্নত করার ক্ষেত্রে ড্রোন প্রযুক্তির সম্ভাব্যতা প্রদর্শন করা হয়।
advertisement
পরীক্ষামূলক পরিচ্ছন্নতার সময় কামাখ্যা কোচিং ডিপো সিক লাইন, আন্ডারফ্লোর হুইল লেদ শেড এবং কামাখ্যা স্টেশনের বাইরের গম্বুজ অংশ এবং বেশ কয়েকটি ট্রেনের কোচ অন্তর্ভুক্ত করা হয়। এই অভিযান নির্ভুলতা এবং সহজভাবে উঁচু পরিকাঠামোগুলিত পৌঁছনো ও তার রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে ড্রোন প্রযুক্তির দক্ষতাকে কার্যকরভাবে প্রদর্শন করে।এই পদক্ষেপটি উন্নতমানের পরিচ্ছন্নতার জন্য উদ্ভাবনী, প্রযুক্তিগত অভিযান গ্রহণ করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অবিরত প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে, যার লক্ষ্য রেলওয়ে চত্ত্বরে দক্ষতা, নির্ভুলতা এবং স্বাস্থ্যবিধি উন্নত করা।
advertisement
advertisement
এই পাইলট প্রকল্পের সাফল্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নেটওয়ার্কের অধীনে অতিরিক্ত মুখ্য স্টেশন এবং ট্রেনগুলিতে ড্রোন-বেসড পরিচ্ছন্নতার ব্যাপক বাস্তবায়নের দরজা খুলে দেয়। এটি ভারতীয় রেলওয়ের অত্যাধুনিক, স্মার্ট রক্ষণাবেক্ষণ অনুশীলনগুলিকে গ্রহণ করার দৃষ্টিভঙ্গির অনুরুপ যা আন্তর্জাতিক মান মেনে চলে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বহনক্ষম, প্রযুক্তি-চালিত উদ্ভাবনের সঙ্গে নেতৃত্ব দিয়ে চলেছে, যা যাত্রী এবং রেল কর্মীদের উভয়ের জন্য একটি পরিষ্কার, সুরক্ষিত এবং আরও দক্ষ রেলওয়ে পরিবেশ তৈরি করে।উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে কী কী করা সম্ভব তা দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: সাফাই অভিযানে এবার ড্রোনের কামাল, কোন প্রকল্প হাতে নিল রেল?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement