Indian Railways: যোগ ব্যায়ামে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলের! ট্রেন চালকদের জন্য অভিনব উদ্যোগ
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: মানসিক স্থিরতা, মনসংযোগ যথাযথ বজায় রাখতে প্রয়োজন যোগ ব্যায়ামের। ট্রেন চালক, সহকারী চালক, গার্ড ও টেকনিক্যাল বিভাগের কর্মীদের জন্য তাই যোগায় জোর দিচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল।
কলকাতা: মানসিক স্থিরতা, মনসংযোগ যথাযথ বজায় রাখতে প্রয়োজন যোগ ব্যায়ামের। ট্রেন চালক, সহকারী চালক, গার্ড ও টেকনিক্যাল বিভাগের কর্মীদের জন্য তাই যোগায় জোর দিচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল।
সুস্থতার জন্য বিশ্বব্যাপী উদযাপন হিসেবে সমগ্র উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই-২০২৪) পালন করা হয়। যোগের গুরুত্ব ও জনসাধারণের স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ে, সবগুলি ডিভিশনে ও ওয়ার্কশপে যোগ অনুশীলন কর্মশালার আয়োজন করা হয়। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪-এর থিম ছিল “নিজের এবং সমাজের জন্য যোগ”।
advertisement
যোগাভ্যাসের দ্বিগুন উপকার: ‘ব্যক্তিগত সুস্থতা বৃদ্ধি ও বৃহৎ পরিসরে সমাজের উন্নতির উপর গুরুত্ব আরোপ’ এই থিমটির দ্বারা স্বীকৃত এই বিষয়টি। অভ্যন্তরীণ শান্তি ও আত্ম-যত্ন হল একটি সুখী ও সুস্থ অস্তিত্বের মূল ভিত্তি। উল্লেখযোগ্য, ২০২৪ আন্তর্জাতিক যোগ দিবস হল এই দিবস পালনের ১০ম বর্ষপূর্তি।
advertisement
“নিজের এবং সমাজের জন্য যোগ” থিমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ের আন্তর্জাতিক এই যোগ দিবসের কর্মসূচির আয়োজন করা হয় মালিগাঁওস্থিত রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকেন। অনুষ্ঠানে রেলওয়ে আধিকারিকরা ও কর্মচারীরা নিজেদের পরিবারবর্গকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন “আসন” প্রদর্শন করেন।
advertisement
হাজার হাজার রেলকর্মী ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণের মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশনে আইডিওয়াই-২০২৪ পালন করা হয়। ২১ জুন হল উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘ দিন। এটি বিকাশ, বৃদ্ধি ও প্রাকৃতিক জগৎ ও নিজের সাথে সংযোগ পুনঃপ্রতিষ্ঠিত করার প্রতীক। সদ্য ট্রেন দূর্ঘটনা ঘটেছে এই জোনে। রাঙ্গাপানি স্টেশনে ট্রেন দূর্ঘটনা নিয়ে অতিরিক্ত কাজের চাপ, দৈহিক ও মানসিক পরিশ্রমের কথা বলা হচ্ছে। এই অবস্থায় রেলের তরফে যোগাভ্যাসে জোর দেওয়া কার্যকরি ভূমিকা নেবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞ মহলের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2024 12:24 PM IST










