Indian Railways: পুজোর মুখে বদলে যাচ্ছে একাধিক ট্রেনের সময় সূচী, কোন রুটে? কী কী বদল? রইল তালিকা

Last Updated:

Indian Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি ট্রেনের সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জোনের মধ্যে অন্যান্য ট্রেন চলাচলকে সুগম করার লক্ষ্যে বদলানো হয়েছে সময়সূচি, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

 ট্রেনের সময় সূচী
ট্রেনের সময় সূচী
কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি ট্রেনের সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জোনের মধ্যে অন্যান্য ট্রেন চলাচলকে সুগম করার লক্ষ্যে ট্রেন নং. ০৫৬৯৫/০৫৬৯৬ (আগরতলা-শিলচর-আগরতলা) স্পেশাল, ট্রেন নং.  ০৫৯২২/০৫৯২১ (নিউ তিনসুকিয়া-ধুবড়ি-নিউ তিনসুকিয়া) ত্রিসাপ্তাহিক স্পেশাল, ট্রেন নং. ০৫৬৩৮/০৫৬৩৭ (শিলচর-নাহরলগুন-শিলচর) স্পেশাল এবং ট্রেন নং. ০৫৬২৮/০৫৬২৭ (আগরতলা-গুয়াহাটি-আগরতলা) -কে স্পেশাল সময়সূচিতে সংশোধন করা হয়েছে।
ট্রেন নং. ০৫৬৯৫/০৫৬৯৬ (আগরতলা-শিলচর-আগরতলা) স্পেশাল ১৪ অক্টোবর থেকে ২১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ও শনিবার সংশোধিত সময়সূচির সঙ্গে চলাচল শুরু করবে। সংশোধিত সময়ের সঙ্গে ট্রেন নং. ০৫৬৯৫ (আগরতলা-শিলচর) স্পেশাল আগরতলা থেকে সকাল ছটায় রওনা দেবে এবং শিলচরে ১১.৫০ তে পৌঁছবে। সংশোধিত সময়ের সঙ্গে ট্রেন নং. ০৫৬৯৬ (শিলচর-আগরতলা) স্পেশাল শিলচর থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওনা দিবে এবং আগরতলায় পৌঁছবে ২২.৩০ ঘণ্টায়।
advertisement
advertisement
এছাড়াও আম্বাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর ও অরুণাচল স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে।  ট্রেন নং. ০৫৯২২ (নিউ তিনসুকিয়া-ধুবড়ি) ত্রিসাপ্তাহিক স্পেশাল ১৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার সংশোধিত সময়সূচির সঙ্গে চলাচল শুরু করেছে।
advertisement
ট্রেনটি সংশোধিত সময়ের সাথে নিউ তিনসুকিয়া থেকে ১৪.৩০ ঘণ্টায় রওনা দিয়ে ০৪.৩০ ঘণ্টায় ধুবড়ি পৌঁছবে। ট্রেন নং. ০৫৯২১ (ধুবড়ি-নিউ তিনসুকিয়া) ত্রিসাপ্তাহিক স্পেশাল ১৬ অক্টোবর থেকে ২০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার, শুক্রবার ও সোমবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে ধুবড়ি থেকে ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে ২২.০০ ঘণ্টায় নিউ তিনসুকিয়া পৌঁছবে। এছাড়াও ধেমাজি, হারমতি, ওদালগুড়ি, রঙিয়া, টিহু, নিউ বঙাইগাঁও ও সাপটগ্রাম স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে।
advertisement
ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলগুন) স্পেশাল ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক সোমবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে শিলচর থেকে ১৩.৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮.৪০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ট্রেন নং. ০৫৬৩৭ (নাহরলগুন-শিলচর) স্পেশাল ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সঙ্গে নাহরলগুন থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫.২০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। এছাড়াও নিউ হাফলং, লামডিং জং., ডিমাপুর, মরিয়নি, নিউ তিনসুকিয়া, ধেমাজি ও হারমতি স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে।
advertisement
ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা-গুয়াহাটি) স্পেশাল ১৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে আগরতলা থেকে ১৯.০০ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ০৮.৪৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ট্রেন নং. ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা) স্পেশাল ২০ অক্টোবর থেকে ০১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে গুয়াহাটি থেকে ১৩.১৫ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ০৪.১০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। এছাড়াও আম্বাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, লামডিং জং. ও হোজাই স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: পুজোর মুখে বদলে যাচ্ছে একাধিক ট্রেনের সময় সূচী, কোন রুটে? কী কী বদল? রইল তালিকা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement