Indian Railways: শিয়ালদহ থেকে বাড়ছে লোকাল! অফিস টাইমের হুড়োহুড়ি শেষ...নিশ্চিতে আরামে হবে যাত্রা
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ঠিক সেই রকম ভাবেই যাত্রীদের যখন আগে থেকেই জানিয়ে দেওয়া থাকবে তারা যে সেকশনে যাতায়াত করেন সেখানের ট্রেন কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে তাতে তার হুড়োহুড়ি কমবে। সমস্যা মিটবে দ্রুত। কম সময়ে দ্রুত ট্রেন চালানো যাবে।
কলকাতা: রেলের তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে ফি দিন যাতায়াত করেন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। কলকাতা শহরের সঙ্গে মফস্বল এলাকাগুলির যোগাযোগ স্থাপনের কেন্দ্র এই শিয়ালদহ স্টেশন। বলা হচ্ছে, প্রতিদিন এখানে অন্তত ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে। অফিসের ব্যস্ত সময়ে ট্রেন ধরার হুড়োহুড়ি পড়লে যাত্রীরা সমস্যায় পড়েন এই ভেবে তাঁদের গন্তব্যের জন্য কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে।
তবে এবার সেসব চিন্তা শেষ। কোন দিকে যাবেন, সেই অনুযায়ী আপনার ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়তে পারে, তার আগাম আন্দাজ পেয়ে যাবেন। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমারশিয়াল ম্যানেজার যশরাম মীনা বলছেন, ট্রেন পরিচালনায় বার্থিং প্লেস খুব জরুরি। অর্থাৎ কোন ট্রেনকে কোথায় নেব, কোন সময়ে নেব, সেটা যদি আগে থেকে স্থির করে রাখা থাকে তাহলে অসুবিধা হবে না।
advertisement
advertisement
ঠিক সেই রকম ভাবেই যাত্রীদের যখন আগে থেকেই জানিয়ে দেওয়া থাকবে তারা যে সেকশনে যাতায়াত করেন সেখানের ট্রেন কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে তাতে তার হুড়োহুড়ি কমবে। সমস্যা মিটবে দ্রুত। কম সময়ে দ্রুত ট্রেন চালানো যাবে।
advertisement
ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশন জানিয়ে দিয়েছে – ১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, বারাকপুর লোকাল।৫ থেকে ৮ নং প্ল্যাটফর্ম থেকে ডানকুনি, বারুইপাড়া লোকাল ছাড়বে। ৬ থেকে ১০ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম লোকাল।৯, ১১ এবং ১৪ নং প্ল্যাটফর্ম বরাদ্দ সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনের জন্য।
advertisement
১৫ থেকে ২১ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন। ডিভিশনের এই পরিকল্পনায় খুশি রেল যাত্রীরা। রাণাঘাট শাখায় যাতায়াতকারী কল্যাণ মণ্ডল জানাচ্ছেন, অফিস টাইমে বাড়ি ফেরার সময়ে কোথায় আমার ট্রেন সেটা খোঁজ করতে আর হুড়োহুড়ি আমাদের করতে হবে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 02, 2025 12:37 PM IST