Indian Railways: রেলপথে কড়া নজরদারি! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে কী কী উদ্ধার হল দেখুন
- Published by:Salmali Das
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ-এর হাতে ৫.৪ লক্ষ টাকারও অধিক মূল্যের গাঁজা উদ্ধার ও ধৃত একজন ব্যক্তি৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে রেলওয়ের মাধ্যমে পরিবহণ করা নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে ক্রমাগতভাবে অভিযান চালিয়ে আসা হচ্ছে।
আগরতলা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ-এর হাতে ৫.৪ লক্ষ টাকারও অধিক মূল্যের গাঁজা উদ্ধার ও ধৃত একজন ব্যক্তি৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে রেলওয়ের মাধ্যমে পরিবহণ করা নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে ক্রমাগতভাবে অভিযান চালিয়ে আসা হচ্ছে। ০৭ থেকে ৯ মে, ২০২৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ আগরতলা, ধর্মনগর ও ফালাকাটা রেলওয়ে স্টেশন, ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫.৪ লক্ষ টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করে।
আরও পড়ুনঃ বিরাট খবর, বিশ্বজুড়ে বন্ধ করা হল কোভিশিল্ড টিকা! মারাত্মক সাইড এফেক্টই কারণ? তুমুল চাঞ্চল্য
এই অভিযানের সময় তারা মোট ৫৫.৮ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে এবং এই সম্পর্কে এক জন ব্যক্তিকে আটক করে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বাজেয়াপ্ত করা সামগ্রী সহ ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট ওসি/জিআরপি পুলিশ থানায় সমঝে দেওয়া হয়।০৭ মে, ২০২৪ তারিখের একটি ঘটনায় আগরতলার আরপিএফ ও জিআরপি টিম আগরতলা রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের সময় তারা ব্যাগ সহ একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। ব্যাগটি খোলার পর তারা আনুমানিক ২.৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় ২৫ কেজি গাঁজা পায়। এই ঘটনা সম্পর্কে এর জন ব্যক্তিকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা সহ ধৃত ব্যক্তিকে আগরতলার জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
এছাড়াও, ৭ থেকে ৯ মে, ২০২৪ তারিখের মধ্যে বিভিন্ন স্টেশন ও ট্রেনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ পৃথক পৃথক তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৩০.৮ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গাঁজা সংশ্লিষ্ট বিভাগের হাতে তুলে দেওয়া হয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেনে চোরাই সামগ্রী পাচার ও নিষিদ্ধ সামগ্রী পরিবহণ সম্পর্কিত কার্যকলাপের দিকে ধারাবাহিকভাবে কড়া নজরদারি চালিয়ে আসছে, যাতে দেশকে মাদকমুক্ত করা যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2024 11:20 AM IST