Indian Railways: রেলের মহা ধামাকা! গতি বাড়ল হাওড়া-শিয়ালদহের ৫২টি ট্রেনের, টাইম টেবিলে বিরাট পরিবর্তন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways time table: বৃহস্পতিবারই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের সময় কমিয়ে বড় চমক দিয়েছিল ভারতীয় রেল। এবার আরও বড় চমক। গতি বাড়ানো হল হাওড়া-শিয়ালদহের মোট ৫২টি ট্রেনের।
কলকাতা: বৃহস্পতিবারই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের সময় কমিয়ে বড় চমক দিয়েছিল ভারতীয় রেল। এবার আরও বড় চমক। গতি বাড়ানো হল হাওড়া শিয়ালদলের মোট ৫২টি ট্রেনের।
৫২টি ট্রেনের মধ্যে রয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, জম্মু তাওয়াই-সহ বহু ট্রেন। এই ট্রেনগুলির গতি বাড়িয়ে সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘণ্টা করা হয়েছে। আর গতি বাড়ানোর ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আগের থেকে কম সময় লাগবে। সেই দিকে তাকিয়েই সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নভেম্বর মাসের শেষের দিকে এই নয়া সূচি কার্যকর হবে।
advertisement
advertisement
রইল তালিকা:
তালিকায় রয়েছে অমৃতসর-কলকাতা অকাল তখত এক্সপ্রেস, জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস, কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস, সিউড়ি-শিয়ালদা মেমু, জম্মু তাওয়াই-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস-সহ বহু ট্রেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2024 9:19 PM IST