Indian Railways: একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করল রেল! দেখে নিন আপনার ট্রেন নেই তো? 

Last Updated:

Indian Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ এবং সময়ের বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং এনটিইএস-এর মাধ্যমে উপলব্ধ হবে।

রেলের রুট পরিবর্তন
রেলের রুট পরিবর্তন
কলকাতা: পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি বিশেষ ট্রেনের সময়সূচীর সংশোধন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রঙিয়া ডিভিশনের অধীনে বকো, বামুনিগাঁও, শিংরা এবং ধূপধরা স্টেশনে পোস্ট নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সেকশন দিয়ে চলাচলকারী নীচে উল্লিখিত কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে৷ট্রেনের বাতিলকরণ:➢ ২৭ অক্টোবর, ২০২৩ তারিখে ট্রেন নং. ১৫৪১৭ (আলিপুরদুয়ার জং.-শিলঘাট টাউন) রাজ্যরানী এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।➢ ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে ট্রেন নং. ১৫৪১৮ (শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জং.) রাজ্যরানী এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।
এছাড়াও, অন্যান্য ট্রেনগুলির চলাচলকে সুগম করার জন্য ট্রেন নং. ০৪৬৫৩/০৪৬৫৪ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর-নিউ জলপাইগুড়ি) স্পেশ্যাল এবং ট্রেন নং. ০৫৬১৬/০৫৬১৫ (গুয়াহাটি-উদয়পুর সিটি- গুয়াহাটি) স্পেশ্যালের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ট্রেন নং. ০৪৬৫৪ (অমৃতসর-নিউ জলপাইগুড়ি) স্পেশ্যাল ২৫ অক্টোবর, ২০২৩ থেকে সংশোধিত সময়ে প্রতি বুধবার চলবে। ট্রেনটি অমৃতসর থেকে ৮:৪০ ঘন্টায় ছাড়বে এবং ১৭:৪৫ ঘন্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ট্রেন নং. ০৪৬৫৩ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর) স্পেশ্যাল ২৭ অক্টোবর, ২০২৩ থেকে সংশোধিত সময়ে প্রতি শুক্রবার চলবে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ৬:৪৫ ঘন্টায় ছাড়বে এবং ১৬:২০ ঘন্টায় অমৃতসর পৌঁছাবে।ট্রেন নং ০৫৬১৬ (গুয়াহাটি-উদয়পুর সিটি) স্পেশ্যাল ২৯ অক্টোবর, ২০২৩ তারিখে সংশোধিত সময়ে চলাচল করবে।
advertisement
advertisement
ট্রেনটি গুয়াহাটি থেকে ১৮:০০ ঘন্টায় ছাড়বে এবং উদয়পুর সিটি ১৩:৪৫ ঘন্টায় পৌঁছাবে । ট্রেন নং. ০৫৬১৫ (উদয়পুর সিটি-গুয়াহাটি) স্পেশাল ০১ নভেম্বর, ২০২৩ তারিখে সংশোধিত সময়ে চলাচল করবে। ট্রেনটি উদয়পুর শহর থেকে ১৩:৪৫ ঘন্টায় ছাড়বে এবং ২৩:৩০ ঘন্টায় গুয়াহাটি পৌঁছাবে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ এবং সময়ের বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং এনটিইএস-এর মাধ্যমে উপলব্ধ হবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলিতে দেখতে পাওয়া যাবে। যাত্রীদের তাদের ভ্রমণ যাত্রা শুরু করার পূর্বে বিস্তারিত যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করল রেল! দেখে নিন আপনার ট্রেন নেই তো? 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement