#নয়াদিল্লি: বিভিন্ন রুটে একাধিক নতুন ট্রেন লঞ্চ করল ভারতীয় রেল ৷ এর জেরে উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, পঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও জম্মু কাশ্মীরে হাজার হাজার যাত্রীরা উপকৃত হবেন বলে অনুমান করা হচ্ছে ৷
বেশিরভাগ ট্রেন ইতিমধ্যেই লঞ্চ করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু ৷ বাকি ট্রেনগুলি রবিবার রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। প্রেস বিবৃতিতে রেলের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি ট্রেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লি, মুম্বই ও গাজিপুর থেকে চালু করা হবে ৷
নতুন যে ট্রেনগুলি লঞ্চ করা হল সেগুলি হল-
১.ভোপাল-শিলিগুড়ি এক্সপ্রেস (সাপ্তাহিক ট্রেন পরিষেবা)
২. সিঙ্গারৌলি-হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস (১৯ কোচ বিশিষ্ট ট্রেন যা সাপ্তাহিক পরিষেবা দেবে)
৩. জম্মু তাওয়াই-রাউরকেল্লা এক্সপ্রেস (প্রতিদিন থাকবে এই ট্রেন, যা এখন থেকে ওড়িশার সম্বলপুর ছুঁয়ে যাবে)
৪. বান্দ্রা-গোড়খপুর অন্তদয় এক্সপ্রেস
৫. আনন্দ বিহার থেকে গাজিপুর রেল পরিষেবা (সপ্তাহে ২ দিন)
[/blurb]