Summer Special Train: বিরাট সুখবর! রেলযাত্রীদের জন্য দারুণ চমক দিল ভারতীয় রেল, জানলে চমকে যাবেন

Last Updated:

Summer Special Train: দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধি করা হল। যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে বিদ্যমান চলাচলের দিন, সময়, স্টপেজ ও গঠন অনুযায়ী দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রেলযাত্রীদের জন্য দারুণ চমক দিল ভারতীয় রেল
রেলযাত্রীদের জন্য দারুণ চমক দিল ভারতীয় রেল
দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধি করা হল। যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে বিদ্যমান চলাচলের দিন, সময়, স্টপেজ ও গঠন অনুযায়ী দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী চাহিদা, বিশেষ করে পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত তারা নিয়েছে৷
সেই অনুযায়ী, গুয়াহাটি থেকে প্রত্যেক বুধবার ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ১০.০০ ঘণ্টায় এসএমভিটি বাঙ্গালুরু পৌঁছোনো ট্রেন নং.০৬৫৭০ (গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু) স্পেশ্যালের পরিষেবার মেয়াদ ২৯ মে থেকে ১২ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময়, এসএমভিটি বাঙ্গালুরু থেকে প্রত্যেক রবিবার ০০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৫.৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছোনো ট্রেন নং.০৬৫৬৯ (এসএমভিটি বাঙ্গালুরু-গুয়াহাটি) স্পেশ্যালের পরিষেবার মেয়াদ ২৬ মে থেকে ০৯ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
advertisement
advertisement
মাইসুরু থেকে প্রত্যেক সোমবার ১০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে বুধবার ১৩.৩০ ঘণ্টায় মুজাফফরপুর পৌঁছোনো ট্রেন নং.০৬২২১ (মাইসুরু-মুজাফফরপুর) স্পেশ্যালের পরিষেবার মেয়াদ ১০ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময়, মুজাফফরপুর থেকে প্রত্যেক বৃহস্পতিবার ১৩.০০ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ১৬.৪০ ঘণ্টায় মাইসুরু পৌঁছোনো ট্রেন নং.০৬২২২ (মুজাফফরপুর- মাইসুরু) স্পেশ্যালের পরিষেবার মেয়াদ ১৩ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
advertisement
উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গের প্রচুর মানুষ আছেন যারা দক্ষিণ ভারতে কাজের জন্য ও চিকিৎসার কারণে যাতায়াত৷ করেন৷ বেঙ্গালুরুর ট্রেন তাদের সুবিধা দেবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির পরিষেবা সম্প্রসারণের ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হচ্ছে। যেহেতু স্পেশ্যাল ট্রেন তাই যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Summer Special Train: বিরাট সুখবর! রেলযাত্রীদের জন্য দারুণ চমক দিল ভারতীয় রেল, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement