Summer Special Train: গরমের ছুটিতে বেড়াতে যাবেন? রেলযাত্রীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল, জানলে চমকে যাবেন

Last Updated:

Summer Special Train: গরমের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে গুয়াহাটি থেকে তিন জোড়া সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গুয়াহাটি থেকে আরও কয়েকটি সামার স্পেশ্যাল ট্রেন চলবে।

যাত্রী চাহিদায় বাড়ছে সামার স্পেশ্যাল ট্রেনের সংখ্যা
যাত্রী চাহিদায় বাড়ছে সামার স্পেশ্যাল ট্রেনের সংখ্যা
গুয়াহাটি: গরমের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে গুয়াহাটি থেকে তিন জোড়া সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি এবং জম্মু ও কাশ্মীরের জম্মু তাওয়াইয়ের মধ্যে উভয় দিক থেকে নয়টি ট্রিপের জন্য এবং আরেকটি গুয়াহাটি ও মহারাষ্ট্রের পুনের হাদপসারের মধ্যে উভয় দিক থেকে আটটি ট্রিপের জন্য চলাচল করবে।
যাত্রীদের সুবিধার জন্য উভয় ট্রেনে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার এবং স্লিপার ক্লাস কোচ থাকবে। অন্য আরকেটি একমুখী স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত একটি ট্রিপের জন্য চলাচল করবে।  সেই অনুযায়ী, সামার স্পেশ্যাল ট্রেন নং ০৫৬৫৬ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) ০৬ মে থেকে ০১ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার গুয়াহাটি থেকে ২০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে বুধবার ১৭.৩৫ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছবে।
advertisement
advertisement
ফেরত যাত্রার সময় সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬৫৫ (জম্মু তাওয়াই-গুয়াহাটি) ০৯ মে থেকে ০৪ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার জম্মু তাওয়াই থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ১৩.২০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বেগুসরাই, হাজিপুর, ছাপরা, গোরখপুর, লখনউ, বেরেইলি, সাহরানপুর, লুধিয়ানা, কাঠুয়া হয়ে চলাচল করবে।অন্য আরেকটি সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬১০ (গুয়াহাটি-হাদপসার) ০৬ মে থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার গুয়াহাটি থেকে ২০.৪০ ঘণ্টায় রওনা দিয়ে বুধবার ১৮.২০ ঘণ্টায় হাদপসার পৌঁছবে।
advertisement
ফেরত যাত্রার সময় সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬০৯ (হাদপসার-গুয়াহাটি) ০৯ মে থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার হাদপসার থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ০৮.১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশাল ট্রেনটি রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, কাটিহার, বারাউনী, দানাপুর, বক্সার, মির্জাপুর, সাতনা, ইতর্সি, কোপারগাঁও হয়ে চলাচল করবে।এই রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় এই স্পেশ্যাল ট্রেনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করার সুযোগ গ্রহণ করতে পারবেন।
advertisement
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে। একমুখী স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬৬৩ (গুয়াহাটি-আগরতলা) ০৭ মে, ২০২৪ তারিখ মঙ্গলবার ২৩.৩০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১৬.০০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, স্লিপার ও জেনারেল কোচ দিয়ে গঠিত এই একমুখী স্পেশ্যাল ট্রেনটি জাগীরোড, চাপরমুখ, হোজাই, লামডিং, নিউ হাফলং, বদরপুর, নিউ করিমগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট ও আম্বাসা হয়ে চলাচল করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Summer Special Train: গরমের ছুটিতে বেড়াতে যাবেন? রেলযাত্রীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement