Indian Railways: বড় সুখবর! বাড়ছে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা৷ ভারতীয় রেলের নজরে উত্তর পূর্ব ভারত
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: সুবিধা পাবেন শিলচর-গুয়াহাটির যাত্রীরা।।
আগরতলা: শিলচর এবং গুয়াহাটির মধ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেন এবার রঙিয়া পর্যন্ত সম্প্রসারণ হল। পতাকা নাড়িয়ে হল শুভ সূচনা। যাত্রীদের সুবিধার্থে ত্রি-সাপ্তাহিক ট্রেন নং. ১৫৬১২/১৫৬১১ (শিলচর-গুয়াহাটি-শিলচর) এক্সপ্রেস-এর পরিষেবা সোমবার থেকে উভয় দিকে রঙিয়া পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী ভুবনেশ্বর কলিতা, মাননীয় সাংসদ (রাজ্যসভা); শ্রী দিলীপ শইকিয়া, মাননীয় সাংসদ (লোকসভা) এবং শ্রী ভবেশ কলিতা, বিধায়ক/রঙিয়া রঙিয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে মুখ্য কার্যালয় ও ডিভিশন থেকে বরিষ্ঠ আধিকারিকরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এই সম্প্রসারণ কাছাড় এলাকা থেকে নিম্ন অসমে বিভিন্ন কাজের জন্য ঘন ঘন যাতায়াত করা যাত্রীদের উদ্দেশ্য পূরণ করবে। রঙিয়া জং. ট্রেন যাত্রীদের জন্য একটি প্রধান ইন্টারচেঞ্জ পয়েন্ট হিসাবে কাজ করার জন্য কাছাড় এলাকার মানুষ রঙিয়া জং. হয়ে ব্রহ্মপুত্রের উত্তর পারে যাতায়াতের সুবিধা লাভ করবেন।
advertisement
advertisement
৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ১৫৬১১ নং. (রঙিয়া-শিলচর) এক্সপ্রেস ট্রেনটি রঙিয়া থেকে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবারে ১৫:৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৪:৪০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ০৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ১৫৬১২ নং. (শিলচর-রঙিয়া) এক্সপ্রেস ট্রেনটি শিলচর থেকে প্রত্যেক বুধবার, শুক্রবার এবং রবিবারে ২২:১৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.৩০ ঘণ্টায় রঙিয়া পৌঁছবে। এই ট্রেনটি যাত্রার সময় উভয় পথে চাংসারি, কামাখ্যা, গুয়াহাটি, চাপরমুখ জং., হোজাই, লামিডং জং., নিউ হাফলং, বদরপুর জং. ও কাটাখাল স্টেশন হয়ে চলাচল করবে।
advertisement
১৪টি কোচের এই ট্রেনটিতে যাত্রীদের জন্য এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড-ক্লাস সিটিং কোচ থাকবে। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 8:56 AM IST