বুলেট ট্রেনের জন্য রেলে হবে নয়া নিয়োগ, জানুন যোগ্যতা মান

Last Updated:

জাপান যাওয়ার সুযোগও মিলবে নির্বাচিতদের

Photo Courtesy : Youtube
Photo Courtesy : Youtube
#নয়াদিল্লি : ভারতের রেলওয়ে ট্র্যাকে দৌড়বে নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট ট্রেন ৷ আর এই নয়া ট্রেনের জন্য ফের নয়া কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল ৷
তবে যাঁরা বুলেট ট্রেন চালানোর জন্য আবেদন করবেন তাদের জন্য কিছু যোগ্যতা মান স্থির করে দিয়েছে ভারতীয় রেলওয়ে ৷ বুলেট ট্রেনের জন্য ন্যাশানাল হাইস্পিড রেল কো অপারেশন (NHSRCL)-র পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন , যারা এই বুলেট ট্রেনের চালকের কাজ করবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় অন্তত স্নাতক হতে হবে ৷
এটা তো এমন কোনও বিষয়ই নয় ৷ তবে আসল টুইস্টটা যেখানে সেটা হল তাদের জাপানি ভাষা শিখতে হবে ৷ খারের মতে জাপানে যাঁরা গ্রাউন্ড লেভলে কাজ করেন তারা কেউই ইংরাজি জানেন না ৷ ফলে যখন জাপানে প্রশিক্ষণ নিতে যাবেন বুলেট ট্রেনের তখন তাদের সঙ্গে জাপানি ভাষাতেই কথা বলবেন সেখানের প্রশিক্ষকরা ৷
advertisement
advertisement
তবে জাপানিটা যে একেবারে শিখে আসতে হবে তা এখনও স্থির করে নি  NHSRCL কর্তৃপক্ষ , তবে এটাকে অন্যতম যোগ্যতা মান হিসেবে গন্য করার সম্ভবনা উজ্জ্বল ৷ প্রাথমিক ভাবে ৫৬ জন বুলেট ট্রেনের ড্রাইভার ও ৫০ জন স্টেশন মাস্টার নিয়োগ করা হবে ৷
advertisement
পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে প্রায় ৩৬০ জনকে জাপান পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়ার ভাবনা রয়েছে ৷ জাপানে ৩ থেকে ৯ অবধি প্রশিক্ষণ হতে পারে ৷ সামনের বছরের শেষের দিকে এই কাজের জন্য নিয়োগ শুরু হবে ৷
ফলে আপনার হাতে প্রায় বছর দেড়েক সময় আছে ৷ আগ্রহী হলে এখনই জাপানি ভাষা শেখা শুরু করুন কাজে লেগে যাবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বুলেট ট্রেনের জন্য রেলে হবে নয়া নিয়োগ, জানুন যোগ্যতা মান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement