Indian Railway: স্টেশনে কতক্ষণের জন্য মেলে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই? কীভাবে কানেক্ট করবেন? বিশদে জেনে নিন

Last Updated:

এখন পর্যন্ত ৬১০৮ টি রেলস্টেশনে যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা রয়েছে৷ রেলস্টেশনে গিয়ে বিনামূল্যে ওয়াই ফাই-এর ব্যবহার কীভাবে করা যায়? কতক্ষণ ধরে ব্যবহার করা যায়? এই প্রতিবেদনে বিশদে জানান হল সবকিছু৷

স্টেশনে কতক্ষণের জন্য মেলে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই? কীভাবে কানেক্ট করবেন? বিশদে জেনে নিন
স্টেশনে কতক্ষণের জন্য মেলে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই? কীভাবে কানেক্ট করবেন? বিশদে জেনে নিন
ইন্টারনেট আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ৷ ভারতীয় রেলও তাই ইন্টারনেটের সুবিধা দেয় যাত্রীদের৷ দেশের বহু রেলস্টেশনে ইতিমধ্যেই ইন্টারনেটের সুবিধা পাওয়া যায়৷ এখন পর্যন্ত ৬১০৮ টি রেলস্টেশনে যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা রয়েছে৷ রেলস্টেশনে গিয়ে বিনামূল্যে ওয়াই ফাই-এর ব্যবহার কীভাবে করা যায়? কতক্ষণ ধরে ব্যবহার করা যায়? এই প্রতিবেদনে বিশদে জানান হল সবকিছু৷
রেল স্টেশনগুলিতে রেলওয়ে কোম্পানি রেলটেল (RailTel) রেলওয়ার (RailWire) নামে ওয়াই-ফাই ইন্টারনেট সরবরাহ করে। উত্তর-পূর্ব ভারত থেকে কাশ্মীর উপত্যকা পর্যন্ত যাত্রীরা এই ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল যাত্রীরা রেলস্টেশনে আধ ঘণ্টা বিনামূল্যে হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
advertisement
রেলওয়ে স্টেশনে দিনে ৩০ মিনিটের জন্য আপনি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এই ওয়াই-ফাই-এর স্পিড থাকে 1Mbps৷ ৩০ মিনিটেরও বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীকে টাকা খরচ করতে হবে। Railwire-এর ইন্টারনেট প্যাক মাত্র ১০ টাকা থেকে শুরু হয়। ১০ টাকায় ৩৪এমবিপিএস গতিতে ৫জিবি ইন্টারনেট পাওয়া যায়। এটি একদিনের জন্য বৈধ থাকে৷
advertisement
বিনামূল্যের এই Wi-Fi পরিষেবাটি শুধুমাত্র রেলওয়ে স্টেশনেই ব্যবহার করা যেতে পারে। ট্রেনে ভ্রমণের সময় রেলওয়ের ইন্টারনেট কাজ করে না। আপনি Railwire.co.in-এ RailWire-এর ইন্টারনেট প্ল্যান সম্পর্কে বিশদে তথ্য জানতে পারবেন৷ আপনি Wi-Fi প্ল্যানের টাকা দেওয়ার জন্য নেটব্যাঙ্কিং, ওয়ালেট, ক্রেডিট কার্ড এবং UPI-এর বিকল্প পাবেন। আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনও পেমেন্ট মোড বেছে নিতে পারেন।
advertisement
কীভাবে কানেক্ট করবেন এই ওয়াই-ফাই?
আপনার স্মার্টফোনে Wi-Fi সেটিংস খুলুন।
Wi-Fi নেটওয়ার্ক সার্চ করুন।
এবার railwire নেটওয়ার্ক বেছে নিন
এরপর মোবাইল ব্রাউজারে railwire.co.in ওয়েবপেজ খুলুন।
এখানে আপনার ১০ অঙ্কের মোবাইল নম্বর লিখুন।
এবার আপনার নম্বরে ওটিপি পাঠানো হবে
advertisement
RailWire সংযোগ করতে পাসওয়ার্ড হিসাবে এই OTP ব্যবহার করুন
ওটিপি দেওয়ার পর ইন্টারনেট কানেক্ট হবে
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: স্টেশনে কতক্ষণের জন্য মেলে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই? কীভাবে কানেক্ট করবেন? বিশদে জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement