Indian Railway: রেল যাত্রায় আপনাকে সাহায্য করবে এই বিশেষ অ্যাপ

Last Updated:

Indian Railway: ​দায়িত্বশীল ও দায়বদ্ধ সত্তা হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ট্রেন যাত্রার সময় যাত্রী পরিষেবার অনুরোধ অথবা রেলওয়ে চত্বরে সংঘটিত ঘটনার দ্রুত মোকাবিলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে।

​দায়িত্বশীল ও দায়বদ্ধ সত্তা হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ট্রেন যাত্রার সময় যাত্রী পরিষেবার অনুরোধ অথবা রেলওয়ে চত্বরে সংঘটিত ঘটনার দ্রুত মোকাবিলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। যাত্রী অনুরোধের পর্যবেক্ষণকে জোনের মধ্যে ‘কী পারর্ফমেন্স ইণ্ডিকেটর’ হিসেবে বিবেচনা করা হয়। অনুরোধ, অভিযোগ ও অনুসন্ধানের মুখ্য সমাধানের দিকে এক ফলপ্রসূ পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করতে ২০১৯ সালে রেল মদদ চালু করা হয়েছিল।
যাত্রীরা “https://railmadad.indianrailways.gov.in” ওয়েবসাইট এবং রেল মদদ অ্যাপের হেল্পলাইন নং. ১৩৯-এর মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন এবং সহায়তা চাইতে পারেন। বিভিন্ন পদ্ধতিতে দায়ের করা অভিযোগ ও অনুরোধগুলিকে একটি মঞ্চে নিয়ে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি মোকাবিলা করার জন্য এই পোর্টালের মাধ্যমে চ্যানেলাইজ করা হয়।বিগত অর্থবর্ষ ২০২৩-২৪-এর সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রাপ্ত অনুরোধের ১০০ শতাংশ নিস্পত্তি করতে সক্ষম হয়েছে।
advertisement
advertisement
বিগত অর্থবর্ষের গড় নিষ্পত্তির সময় ছিল ১০৫ মিনিট। তুলনামূলকভাবে বর্তমান অর্থবর্ষ ২০২৪-২৫-এর ১ এপ্রিল থেকে শুরু হওয়া  সময়সীমার জন্য এখনও পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অনুরোধ নিষ্পত্তির সময় হিসেবে ৭৩ মিনিটের মধ্যে ১০০ শতাংশ পালনের হার ধরে রাখতে সক্ষম হয়েছে। এছাড়া উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিগত ২০২৩-২৪ অর্থবর্ষে ফার্স্ট রেসপন্স টাইম (এফআরটি) ১৬ মিনিটের তুলনায় বর্তমান অর্থবর্ষে (২০২৪-২৫) তা ১২ মিনিটে বজায় রেখেছে।
advertisement
জরুরীকালীন সাহায্যের অনুরোধ মোকাবিলার ক্ষেত্রে দক্ষতার একটি সূচক হলো এফআরটি।  যাত্রীদের মধ্যে রেল মদদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে রেলওয়ের পক্ষ থেকে সকল স্তরে এক সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। অভিযোগের দ্রুত ও সন্তুষ্টিজনক সমাধানের ফলে যাত্রীদের মধ্যে অভিযোগ নিরাময় ব্যবস্থার প্রতি বিশ্বাস পুনরায় ঘুরে এসেছে, যা ট্রেন যাত্রার সময় অথবা রেলওয়ে চত্বরে থাকার সময় যাত্রীদের সম্মুখীন হওয়া যে কোনও অসুবিধার ক্ষেত্রে আশার আলো হিসেবে কাজ করে।এর ফলস্বরূপ, বহু যাত্রী এখন রেল মদদ অভিযোগ পদ্ধতি ব্যবহার করা শুরু করেছেন। বিগত অর্থবর্ষ ২০২৩-২৪-এ মোট ১৫১৮৮৭টি এবং বর্তমান অর্থবর্ষ ২০২৪-২৫-এর আজকের তারিখ পর্যন্ত ৫৩৫৪১টি অনুরোধ নিষ্পত্তি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: রেল যাত্রায় আপনাকে সাহায্য করবে এই বিশেষ অ্যাপ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement