Indian Railway: দীপাবলি, ভাইফোঁটার লম্বা ছুটি! ভীড় সামলাতে আরও স্পেশাল ট্রেন উত্তর পূর্ব সীমান্ত রেলের
- Published by:Ankita Tripathi
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও চারটি উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরও কয়েকটি উৎসব স্পেশাল ট্রেন এই উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও চারটি উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই ট্রেনগুলি নিউ কোচবিহার-শিয়ালদহ, কাটিহার-উধনা, কাটিহার-অমৃতসর ও কলকাতা-সহরসার মধ্যে চলাচল করবে।
স্পেশাল ট্রেনগুলির বিবরণ নিম্নরূপ:
➢ ট্রেন নং. ০৫৪৭৪ (নিউ কোচবিহার-শিয়ালদহ) একমুখী স্পেশাল ০১ নভেম্বর, ২০২৪ তারিখের ২১.৩০ ঘণ্টায় নিউ কোচবিহার থেকে রওনা দিয়ে পরের দিন ১০.০০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: দীপাবলির পর কী করেন এত প্রদীপ? ফেলে দেন? বড় ভুল! এই ৫ ভাবে কাজে লাগান, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে
advertisement
➢ ট্রেন নং. ০৯০৪৭ (উধনা-কাটিহার) স্পেশাল ০১ নভেম্বর, ২০২৪ তারিখের ০০.২০ ঘণ্টায় উধনা থেকে রওনা দিয়ে পরের দিন ১৪.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৯০৪৮ (কাটিহার- উজ্জয়িনী) স্পেশাল ০২ নভেম্বর, ২০২৪ তারিখের ১৭.০০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন ২৩.৩০ ঘণ্টায় উজ্জয়িনী পৌঁছবে।
➢ ট্রেন নং. ০৪৬৬৪ (অমৃতসর-কাটিহার) স্পেশাল ০২ নভেম্বর, ২০২৪ তারিখের ১৩.২৫ ঘণ্টায় অমৃতসর থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ০৩.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৪৬৬৩ (কাটিহার-অমৃতসর) স্পেশাল ০৪ নভেম্বর, ২০২৪ তারিখের ০৬.০০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন ২০.০০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।
advertisement
➢ ট্রেন নং. ০৩১১৭ (কলকাতা-সহরসা) স্পেশাল ০২ নভেম্বর, ২০২৪ তারিখের ০৮.৫০ ঘণ্টায় কলকাতা থেকে রওনা দিয়ে একই দিনের ২২.০০ ঘণ্টায় সহরসা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৩১১৮ (সহরসা-কলকাতা) স্পেশাল ০৩ নভেম্বর, ২০২৪ তারিখের ০১.০০ ঘণ্টায় সহরসা থেকে রওনা দিয়ে একই দিনের ১৫.৩০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 1:27 PM IST