Indian Railway: দীপাবলি, ভাইফোঁটার লম্বা ছুটি! ভীড় সামলাতে আরও স্পেশাল ট্রেন উত্তর পূর্ব সীমান্ত রেলের

Last Updated:

Indian Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও চারটি উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দীপাবলি, ভাইফোঁটার লম্বা ছুটি! ভীড় সামলাতে আরও স্পেশাল ট্রেন উত্তর পূর্ব সীমান্ত রেলের
দীপাবলি, ভাইফোঁটার লম্বা ছুটি! ভীড় সামলাতে আরও স্পেশাল ট্রেন উত্তর পূর্ব সীমান্ত রেলের
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরও কয়েকটি উৎসব স্পেশাল ট্রেন এই উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও চারটি উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই ট্রেনগুলি নিউ কোচবিহার-শিয়ালদহ, কাটিহার-উধনা, কাটিহার-অমৃতসর ও কলকাতা-সহরসার মধ্যে চলাচল করবে।
স্পেশাল ট্রেনগুলির বিবরণ নিম্নরূপ:
➢ ট্রেন নং. ০৫৪৭৪ (নিউ কোচবিহার-শিয়ালদহ) একমুখী স্পেশাল ০১ নভেম্বর, ২০২৪ তারিখের ২১.৩০ ঘণ্টায় নিউ কোচবিহার থেকে রওনা দিয়ে পরের দিন ১০.০০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে।
advertisement
advertisement
➢ ট্রেন নং. ০৯০৪৭ (উধনা-কাটিহার) স্পেশাল ০১ নভেম্বর, ২০২৪ তারিখের ০০.২০ ঘণ্টায় উধনা থেকে রওনা দিয়ে পরের দিন ১৪.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৯০৪৮ (কাটিহার- উজ্জয়িনী) স্পেশাল ০২ নভেম্বর, ২০২৪ তারিখের ১৭.০০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন ২৩.৩০ ঘণ্টায় উজ্জয়িনী পৌঁছবে।
➢ ট্রেন নং. ০৪৬৬৪ (অমৃতসর-কাটিহার) স্পেশাল ০২ নভেম্বর, ২০২৪ তারিখের ১৩.২৫ ঘণ্টায় অমৃতসর থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ০৩.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৪৬৬৩ (কাটিহার-অমৃতসর) স্পেশাল ০৪ নভেম্বর, ২০২৪ তারিখের ০৬.০০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন ২০.০০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।
advertisement
➢ ট্রেন নং. ০৩১১৭ (কলকাতা-সহরসা) স্পেশাল ০২ নভেম্বর, ২০২৪ তারিখের ০৮.৫০ ঘণ্টায় কলকাতা থেকে রওনা দিয়ে একই দিনের ২২.০০ ঘণ্টায় সহরসা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৩১১৮ (সহরসা-কলকাতা) স্পেশাল ০৩ নভেম্বর, ২০২৪ তারিখের ০১.০০ ঘণ্টায় সহরসা থেকে রওনা দিয়ে একই দিনের ১৫.৩০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: দীপাবলি, ভাইফোঁটার লম্বা ছুটি! ভীড় সামলাতে আরও স্পেশাল ট্রেন উত্তর পূর্ব সীমান্ত রেলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement