Rajdhani Express Train: ছুটে আসছিল রাজধানী, লাইনে বাঁধা কাঠের গুঁড়ি! উত্তরপ্রদেশে ফের রেলপথে নাশকতার চেষ্টা?

Last Updated:

Rajdhani Express Train: রাজধানী এক্সপ্রেসকে লাইনচ‍্যুত করায় প্রয়াস দুষ্কৃতিদের।

ছুটে আসছিল রাজধানী, লাইনে বাঁধা কাঠের গুঁড়ি! উত্তরপ্রদেশে ফের রেলপথে নাশকতার চেষ্টা?
ছুটে আসছিল রাজধানী, লাইনে বাঁধা কাঠের গুঁড়ি! উত্তরপ্রদেশে ফের রেলপথে নাশকতার চেষ্টা?
নয়াদিল্লি: রাজধানী এক্সপ্রেসকে লাইনচ‍্যুত করায় প্রয়াস দুষ্কৃতিদের। লোকো পাইলটদের সতর্কতার কারণে ব‍্যর্থ প্রচেষ্টা। দু’টি ট্রেনকে লাইনচ‍্যুত করার চেষ্টা করেছিল এক দল দুষ্কৃতি। যাদের মধ‍্যে একটি রাজধানী এক্সপ্রেস। এমনটাই পুলিশকে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
জানা গিয়েছে সোমবার সোমবার বড়সড় নাশকতার ছক করে দুষ্কৃতিরা। দিল্লি থেকে আসামের ডিব্রুগড় যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস (২০৫০৪)। সোমবার সন্ধ্যায়, অজ্ঞাত দুষ্কৃতীরা ডালেলনগর এবং উমারতালি স্টেশনের মধ্যে কিলোমিটার মার্কার ১১২৯/১৪ এ ট্র্যাকে আর্থিং তার ব্যবহার করে কাঠের টুকরো বেঁধে রেখেছিল।
advertisement
advertisement
তবে সঠিক সময়ে রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলটের নজরে আসে ওই কাঠের টুকরো। ব্রেক কষে ট্রেন থামানো গিয়েছে দুর্ঘটনার আগেই। রেলের ট্র‍্যাক থেকে কাঠের টুকরো গুলি সরিয়ে খবর দেওয়া রেলওয়ে কর্মকর্তাদের।
advertisement
রাজধানীর পাশাপাশি, কাঠগোদাম এক্সপ্রেস (১৫০৪৪)-কে লাইনচ্যুত করার দ্বিতীয় প্রচেষ্টা করা হয়েছিল, যা লোকো পাইলটের সতর্কতার কারণে ব্যর্থ হয়। সুপারিনটেনডেন্ট নীরজ কুমার জাদাউন সোমবার সন্ধ্যায় সাইটটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা জারি করেন। সরকারী রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং স্থানীয় পুলিশ ইতিমধ‍্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Rajdhani Express Train: ছুটে আসছিল রাজধানী, লাইনে বাঁধা কাঠের গুঁড়ি! উত্তরপ্রদেশে ফের রেলপথে নাশকতার চেষ্টা?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement