Indian Railway: ভ্রমণ হবে আরও সুরক্ষিত! রাজ্য রেল পুলিশকে সঙ্গে নিয়েই রেল সুরক্ষায় জোর দেবে আরপিএফ...
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
যাত্রীদের অভিযোগ ও মামলার রেজিস্ট্রেশনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
নতুন দিল্লি: ভারতীয় রেল আমাদের দেশের পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড। তা বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীদের পরিষেবা দেয়। আর যাত্রীদের সুরক্ষাই হল রেলের লক্ষ্য। শেষ হল রেলমন্ত্রকের সঙ্গে জিআরপি চিফদের সর্বভারতীয় সম্মেলন। অনুষ্ঠানে যাত্রী সুরক্ষা, অপরাধ প্রশমন কৌশল এবং রেলওয়ে সুরক্ষা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনশক্তির গুরুত্বের উপর আলোচনা হয়। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও চিফ এগজিকিউটিভ অফিসার সতীশ কুমারের মুখ্য ভাষণের মাধ্যমে সম্মেলনের শুরু হয়।
যাত্রীদের অভিযোগ ও মামলার রেজিস্ট্রেশনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি যাত্রীর সুরক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশ ফোর্স (জিআরপি) এবং আরপিএফ-এর মধ্যে সহযোগিতামূলক পন্থার গুরুত্বের উপর জোর দেন। পাশাপাশি ট্রেনে মহিলা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরপিএফ-এর প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। ডিজি আরপিএফ মনোজ যাদব পরিকাঠামো আধুনিকীকরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
advertisement
advertisement
আলোচনার আরেকটি বিষয় ছিল রেলওয়ের বিভিন্ন পরিকাঠামো ও জনশক্তি সম্পর্কিত বিষয়ের উপর আলোচনা করা। ডিজি আরপিএফ বলেন, ‘এই সম্মেলনে রেলওয়ে সুরক্ষা শক্তিশালী করার জন্য আমাদের সামগ্রিক সংকল্পকে আমরাদৃঢ় করেছি। লক্ষ লক্ষ যাত্রীর সুরক্ষিত ভ্রমণ আমাদের লক্ষ্য।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 9:13 AM IST

