• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ভারতীয় রেলের বড় ঘোষণা ! স্টেশনে বিনামূল্যে ফোন ও ভিডিও কলের দুর্দান্ত সুযোগ

ভারতীয় রেলের বড় ঘোষণা ! স্টেশনে বিনামূল্যে ফোন ও ভিডিও কলের দুর্দান্ত সুযোগফোনের সুপারফাস্ট চার্জের সুবিধাও রয়েছে

ফোনের সুপারফাস্ট চার্জের সুবিধাও রয়েছে

ফোনের সুপারফাস্ট চার্জের সুবিধাও রয়েছে

 • Share this:

  #নয়াদিল্লি: ভারতীয় রেলেরর পক্ষ থেকে বড়সড় ঘোষণা ৷ যাত্রীদেরকে প্রতিনিয়ত সুবিধা দেওয়ার জন্যই তৎপর ভারতীয় রেল ৷ বিশেষ পরিষেবায় যাত্রীদেরকে মোবাইল ও ভিডিও কলিং করতে পারবেন ৷ একই সঙ্গে মোবাইল ফোন ও ভিডিও কলিঙের সুবিধাও পাওয়া যাবে ৷ বিস্তারিত জানতে স্থানীয় স্টেশন থেকে নিতে হবে ৷ রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি ট্যুইটের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ৷

  Published by:Arjun Neogi
  First published: