ভারতীয় বংশোদ্ভূত সিদ্ধার্থ ধর ‘নতুন জিহাদি জন’, দাবি ইয়াজিদি যৌনদাসীর
Last Updated:
জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর ‘নতুন জিহাদি জন’ হিসেবে নাম উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত সিদ্ধার্থ ধরের ৷ সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে নিহাদ বরাকাত নামে এক ইয়াজিদি মহিলা দাবি করেছেন যে তাকে অপহরণ করে পাচার করে দেয় সিদ্ধার্থ ৷ কয়েকদিন আগে নিহাদকে উদ্ধার করা হয় ৷ এরপর সংবাদমাধ্যমের কাছে চাঞ্চল্যকর মন্তব্য করেন ইয়াজিদি নাবালিকা ৷ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য ব্রিটিশ হিন্দু সিদ্ধার্থ ইসলাম ধর্ম গ্রহণ করেন ৷ এরপর থেকে তার নতুন নাম হয় আবু রুমায়েশা ৷ ২০১৪ সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিরিয়ায় পাড়ি দেয় সিদ্ধার্থ ৷
#লন্ডন: জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর ‘নতুন জিহাদি জন’ হিসেবে নাম উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত সিদ্ধার্থ ধরের ৷ সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে নিহাদ বরাকাত নামে এক ইয়াজিদি মহিলা দাবি করেছেন যে তাকে অপহরণ করে পাচার করে দেয় সিদ্ধার্থ ৷ কয়েকদিন আগে নিহাদকে উদ্ধার করা হয় ৷ এরপর সংবাদমাধ্যমের কাছে চাঞ্চল্যকর মন্তব্য করেন ইয়াজিদি নাবালিকা ৷ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য ব্রিটিশ হিন্দু সিদ্ধার্থ ইসলাম ধর্ম গ্রহণ করেন ৷ এরপর থেকে তার নতুন নাম হয় আবু রুমায়েশা ৷ ২০১৪ সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিরিয়ায় পাড়ি দেয় সিদ্ধার্থ ৷
নিহাদ জানান, কিরকুকের কাছে তাকে অপহরণ করা হয় ৷ এরপর তাকে মোসুলে আবু ধর নামে আইএসআইএস নেতার হাতে তুলে দেওয়া হয় ৷ সেখানে বেশ কয়েকদিন তাকে যৌনদাসী হিসেবে দিন কাটাতে হয় ৷ তবে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে আবু ধরই সিদ্ধার্থ কিনা তা এখনও স্পষ্ট নয় ৷ তবে সিদ্ধার্থর ছবি দেখানো হলে নিহাদ তাকে চিনে ফেলে এবং একই সঙ্গে খুব ভয় পেয়ে যায় ৷ মহম্মদ এমওয়াজি নামে পূর্বতন ‘জিহাদি জনের’ জায়গায় দায়িত্ব পেয়েছেন নতুন জিহাদি জন সিদ্ধার্থ ৷ কয়েকদিন আগে ড্রোণ হামলায় প্রাণ হারায় মহম্মদ এমওয়াজি ৷ আইএসআইএস-এর ভিডিওতে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ব্যক্তি যে সিদ্ধার্থ সেই নিয়ে প্রশ্ন উঠে এই বছরের শুরুর দিকে ৷ এরপর সিদ্ধার্থের বোন কণিকা ধর হাউস অফ কমন্স-এর স্বরাষ্ট্র বিষয়ক কমিটির সামনে হাজির হয় ৷ সেখানে তিনি দাবি করেন যে ভিডিতে দেখানো ব্যক্তি তার দাদা সিদ্ধার্থ নয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2016 3:34 PM IST