ভারতীয় বংশোদ্ভূত সিদ্ধার্থ ধর ‘নতুন জিহাদি জন’, দাবি ইয়াজিদি যৌনদাসীর

Last Updated:

জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর ‘নতুন জিহাদি জন’ হিসেবে নাম উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত সিদ্ধার্থ ধরের ৷ সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে নিহাদ বরাকাত নামে এক ইয়াজিদি মহিলা দাবি করেছেন যে তাকে অপহরণ করে পাচার করে দেয় সিদ্ধার্থ ৷ কয়েকদিন আগে নিহাদকে উদ্ধার করা হয় ৷ এরপর সংবাদমাধ্যমের কাছে চাঞ্চল্যকর মন্তব্য করেন ইয়াজিদি নাবালিকা ৷ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য ব্রিটিশ হিন্দু সিদ্ধার্থ ইসলাম ধর্ম গ্রহণ করেন ৷ এরপর থেকে তার নতুন নাম হয় আবু রুমায়েশা ৷ ২০১৪ সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিরিয়ায় পাড়ি দেয় সিদ্ধার্থ ৷

#লন্ডন: জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর ‘নতুন জিহাদি জন’ হিসেবে নাম উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত সিদ্ধার্থ ধরের ৷  সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে নিহাদ বরাকাত নামে এক ইয়াজিদি মহিলা দাবি করেছেন যে তাকে অপহরণ করে পাচার করে দেয় সিদ্ধার্থ ৷ কয়েকদিন আগে নিহাদকে উদ্ধার করা হয় ৷ এরপর সংবাদমাধ্যমের কাছে চাঞ্চল্যকর মন্তব্য করেন ইয়াজিদি নাবালিকা ৷ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য ব্রিটিশ হিন্দু সিদ্ধার্থ ইসলাম ধর্ম গ্রহণ করেন ৷ এরপর থেকে তার নতুন নাম হয় আবু রুমায়েশা ৷ ২০১৪ সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিরিয়ায় পাড়ি দেয় সিদ্ধার্থ ৷
নিহাদ জানান, কিরকুকের কাছে তাকে অপহরণ করা হয় ৷ এরপর তাকে মোসুলে আবু ধর নামে আইএসআইএস নেতার হাতে তুলে দেওয়া হয় ৷ সেখানে বেশ কয়েকদিন তাকে যৌনদাসী হিসেবে দিন কাটাতে হয় ৷ তবে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে আবু ধরই সিদ্ধার্থ  কিনা তা এখনও স্পষ্ট নয় ৷ তবে সিদ্ধার্থর ছবি দেখানো হলে নিহাদ তাকে চিনে ফেলে এবং একই সঙ্গে খুব ভয় পেয়ে যায় ৷ মহম্মদ এমওয়াজি নামে পূর্বতন  ‘জিহাদি জনের’ জায়গায় দায়িত্ব পেয়েছেন নতুন জিহাদি জন সিদ্ধার্থ ৷ কয়েকদিন আগে ড্রোণ হামলায় প্রাণ হারায় মহম্মদ এমওয়াজি ৷  আইএসআইএস-এর ভিডিওতে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ব্যক্তি যে সিদ্ধার্থ সেই নিয়ে প্রশ্ন উঠে এই বছরের শুরুর দিকে ৷ এরপর সিদ্ধার্থের বোন কণিকা ধর হাউস অফ কমন্স-এর স্বরাষ্ট্র বিষয়ক কমিটির সামনে হাজির হয় ৷ সেখানে তিনি দাবি করেন যে ভিডিতে দেখানো ব্যক্তি তার দাদা সিদ্ধার্থ নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় বংশোদ্ভূত সিদ্ধার্থ ধর ‘নতুন জিহাদি জন’, দাবি ইয়াজিদি যৌনদাসীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement