IOL: তেল এবং রান্নার গ্যাসের সমস্যা হবে না, ভারত-পাক সংঘাতের মাঝেই বার্তা ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানান হয়, "ইন্ডিয়ান অয়েল জ্বালানি গোটা দেশজুড়ে সংগ্রহ করে রাখা আছে। ফলে আমরা গোটা ব্যবস্থা সুন্দর ভাবেই চালাতে পারি। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে এলপিজি রয়েছে।"
নয়াদিল্লি: ভারত-পাক সংঘাতের আবহে দেশবাসীকে জ্বালানি এবং তেল নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। এই অবস্থায় দেশবাসীকে সংযত থাকার বার্তা দেওয়া দিয়েছে কর্তৃপক্ষ। এই সংঘাতের আবহে পরিস্থিতির মধ্যে কোনও ভাবেই আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হল। এই প্রসঙ্গে ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানান হয়, “ইন্ডিয়ান অয়েল তেল এবং জ্বালানি গোটা দেশজুড়ে মজুত করে রাখা আছে। ফলে আমরা গোটা ব্যবস্থা সুন্দর ভাবেই চালাতে পারি। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে এলপিজি এবং তেল রয়েছে।”
Indian Oil Corp Ltd says, “Indian Oil has ample fuel stocks across the country and our supply lines are operating smoothly. There is no need for panic buying -fuel and LPG are readily available at all our outlets.” pic.twitter.com/hvWymHBMB1
— ANI (@ANI) May 9, 2025
advertisement
advertisement
২২ এপ্রিল পহেলগাঁও-তে জঙ্গিহানাতে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এরপরে তার প্রত্যাঘাত হানে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে ভারত। প্রিসিশন স্ট্রাইকে ধ্বংস করে দেওয়া হয় বহু জঙ্গি ঘাঁটি। এরপরেই একের পর এক হামলা চালাতে থাকে পাকিস্তান। পাল্টা জবাব দিতে থাকে ভারতও। এর মাঝেই অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 3:25 PM IST