Indian Navy : চিন, পাকিস্তানের রক্তচাপ বাড়বে! রাফালের থেকেও শক্তিশালী যুদ্ধবিমান কেনার পথে ভারত

Last Updated:

Indian Navy may select American FA 18 super hornet block 3 to counter China. চিন, পাকিস্তানের রক্তচাপ বাড়বে! রাফালের থেকেও শক্তিশালী যুদ্ধবিমান কেনার পথে ভারত

আমেরিকার এফ ১৮ সুপার হর্নেট আসতে পারে ভারতে
আমেরিকার এফ ১৮ সুপার হর্নেট আসতে পারে ভারতে
#নয়াদিল্লি: ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান চলে এসেছে ভারতের হাতে। ৩৬ টি রাফাল দুভাগে রাখা আছে আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারায়। এলএসিতে চিন এবং এলওসিতে পাকিস্তানকে মাথায় রেখে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। চিনের পঞ্চম জেনারেশন যুদ্ধবিমান জে ২০ এবং পাকিস্তানের জে এফ ১৭ থান্ডর সম্পর্কে ওয়াকিবহাল ভারত।
প্রাক্তন ভারতীয় বায়ুসেনা প্রধান আর এস ধানয়া জানিয়েছিলেন রাফাল হাতে থাকলে পুলওয়ামা হামলার জবাব আরো বেশি করে দিত ভারত। তবে ভবিষ্যতে অবস্থার অবনতি হলে ভারতকে চিন এবং পাকিস্তানকে একসঙ্গে সামলাতে হতে পারে এমন সম্ভাবনা আছে।
ভারতীয় নৌসেনা এতদিন রাশিয়ান মিগ ২৯ কে যুদ্ধবিমান পরিচালনা করত। কিন্তু সেসব বিমান পুরনো হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে পুরো মিগ ২৯ কে বিমান রিটায়ার করানোর ভাবনায় নৌসেনা। সেক্ষেত্রে আগামী এক বছরের মধ্যে ২৬ টি এবং সব মিলিয়ে ৫৫ টির মত নতুন বিমানের প্রয়োজন।
advertisement
advertisement
শোনা যাচ্ছে এক্ষেত্রে রাফালের মেরিন ভার্সন ( রাফাল এম) এবং আমেরিকার এফ ১৮ ব্লক থ্রি হর্ণেট যুদ্ধবিমানের মধ্যে একটি বেছে নিতে পারে ভারত। সম্ভাবনা বেশি এফ ১৮ এর। কারণ ১৫ ই আগস্ট ভারতের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার জাহাজ আইএনএস বিক্রান্ত অনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।
advertisement
পরীক্ষা করে দেখা গেছে রাফাল মেরিনের তুলনায় সুপার হর্নেট টেক অফ এবং টেক ডাউন অনেক মসৃণ গতিতে করছে। তাছাড়া এর উইং ভাঁজ করা যায় অনেকটা বেশি। যে কারণে যুদ্ধ জাহাজের এলিভেটারে এফ ১৮ সহজেই তোলা যায় ডেকের ওপর। মিসাইল রেঞ্জে রাফালের থেকে সামান্য কম হলেও অস্ত্র বহন করার ক্ষমতায় এবং তেল বহন করার ক্ষমতায় এগিয়ে আছে মার্কিন যুদ্ধবিমান।
advertisement
একসঙ্গে ১০ টার বেশি টার্গেট আঘাত আনতে পারে। তাছাড়া আধুনিক ককপিট এবং সেন্সর অনেক উন্নত। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বিচার করা হলে রাফালের থেকে এগিয়ে এফ ১৮ সুপার হর্ণেট ব্লক থ্রি। ভালকান কামান থেকে মিনিটে ৬০০০ গুলি চালানো যায়। বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এবং আমরাম মিসাইলে সুসজ্জিত এই যুদ্ধবিমান।
নির্মাতা সংস্থা বোয়িং ইতিমধ্যেই গোয়ায় এই বিমানের পরীক্ষামূলক ব্যবস্থা দেখিয়েছে ভারতীয় নৌসেনাকে। মনে করা হচ্ছে সিঙ্গল এবং ডবল সিট থাকার কারণে ভারতীয় নৌসেনা রাফাল মেরিন নয়, সবুজ সংকেত দেবে মার্কিন এই যুদ্ধবিমানকে। যদি শেষ পর্যন্ত তাই হয় তাহলে ভারত মহাসাগর এবং দক্ষিণ চিন সাগরে ড্রাগনের দাদাগিরি শেষ হওয়া সময়ের অপেক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Navy : চিন, পাকিস্তানের রক্তচাপ বাড়বে! রাফালের থেকেও শক্তিশালী যুদ্ধবিমান কেনার পথে ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement