আর করোনা ভ্যাকসিন কিনবে না সরকার! অর্থ দফতরে ফেরত গেল বাজেটের ৪২৩৭ কোটি টাকা

Last Updated:

corona vaccination program stopped: ১.৮ কোটি করোনা ভ্যাকসিন-এর ডোজ এখনও রয়েছে সরকারের ঘরে।

#নয়াদিল্লি: স্বাস্থ্যমন্ত্রক এই মুহূর্তে আর কোনও ভ্যাকসিন না কেনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রককে ৪২৩৭ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২-২৩-এর জন্য টিকা দেওয়ার উদ্দেশ্যে বাজেটের বরাদ্দের প্রায় ৮৫% ফেরত দেওয়া হবে। সরকারের কোভিড টিকাকরণ কর্মসূচি থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোভিড-এর অ্যাক্টিভ কেস কমার কারণে অনেকের মধ্যে টিকার চাহিদা কমেছে। জানা গিয়েছে, কেন্দ্র এবং রাজ্যের সরকারের কাছে এখনও ১.৮ কোটিরও বেশি ডোজ উপলব্ধ রয়েছে। যা কিনা প্রায় ছমাস টিকাদান কর্মসূচি টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। সরকারের সরবরাহ শেষ হয়ে গেলেও বাজারে এখনও কোভিড ভ্যাকসিনেশনের অ্যাক্সেস থাকবে।
আরও পড়ুন- চলে গেলেন ORS-এর জনক, বিখ্যাত এই চিকিৎসকের সম্পর্কে জানলে বাঙালি হিসেবে গর্ববোধ করবেন!
ছমাস পর আবার কোভিড ভ্যাকসিনের জন্য নতুন বাজেট বরাদ্দ করা হবে কিনা সেই সিদ্ধান্ত সেই সময়ে দেশে করোনভাইরাস পরিস্থিতির উপর নির্ভর করবে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
advertisement
advertisement
p style="text-align: justify;">ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাজ্যব্যপী টিকাদান কর্মসূচির অংশ হিসাবে বিনামূল্যে COVID-19 টিকা দেওয়া শুরু করেছিল। এই কর্মসূচি ১৬ জানুয়ারি ২০২১ থেকে শুরু হয়েছিল।
যেহেতু এখন কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণে, তাই টিকা দেওয়ার জন্য খুব বেশি চাহিদা নেই। যদিও সরকার ৭৫ দিনের একটি প্রচারাভিযান "কোভিড ভ্যাকসিনেশন অমৃত মহোৎসব" চালায়। তাতে বিনা খরচে সমস্ত প্রাপ্তবয়স্কদের বুস্টার শট প্রদান করা হয়।
advertisement
রবিবার সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, দেশে প্রদত্ত কোভিড টিকা ডোজের মোট সংখ্যা ২১৯.৩২ কোটি ছাড়িয়ে গিয়েছে।সরকারী সূত্র অনুসারে, ভারতে ৯২% প্রাপ্তবয়স্করা COVID-19 টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। ৯৮% দুটি ডোজ পেয়েছেন।
আরও পড়ুন- Ayodhya Ram Mandir: দ্রুত তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির, শেষ হলে কেমন দেখতে হবে মন্দির, রইল লেটেস্ট ফটো
১৫ থেকে ১৮ বছর বয়সী ৮৩.৭% কিশোর-কিশোরীরা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। ৭২% প্রথম এবং দ্বিতীয় ডোজ দুটিই পেয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সের মধ্যে ৮৭.৩% প্রথম ডোজ পেয়েছে। ৬৮.১% দুটি ডোজ পেয়েছে।
advertisement
গত বছরের ১৬ জানুয়ারি শুরু হওয়া দেশব্যাপী টিকাদান অভিযানের প্রাথমিক পর্যায়ের অংশ হিসেবে স্বাস্থ্যসেবা কর্মীরা টিকা গ্রহণ করেন। ফ্রন্ট-লাইন কর্মীরা গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে টিকা গ্রহণ করা শুরু করেন। যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যাদের বয়স ৪৫ বছর বা তার বেশি তাঁদের জন্য কোভিড-১৯ টিকা দেওয়ার দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল গত বছরের ১ মার্চ থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আর করোনা ভ্যাকসিন কিনবে না সরকার! অর্থ দফতরে ফেরত গেল বাজেটের ৪২৩৭ কোটি টাকা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement