Operation Dev Shakti in Afghanistan: আফগানিস্তানে ভারতের উদ্ধার অভিযানে মা দু্র্গার যোগ! নেপথ্যে এই কারণ

Last Updated:

মঙ্গলবার আফগানিস্তান থেকে মোট ৭৮ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে (India's Evacuation )৷

#দিল্লি: আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার অভিযানের সরকারি নাম দেওয়া হয়েছে অপারেশন 'দেব শক্তি'৷ এই উদ্ধার অভিযানের সম্পর্কে ওয়াকিবহলদের সূত্রে জানাচ্ছেন, এই নামকরণের পিছনে অন্য গল্প রয়েছে৷
সূত্রের খবর, কাবুলে হিংসা থেকে নিরীহ বাসিন্দাদের উদ্ধারে এই অভিযান শুরু হয়েছে৷ ঠিক যেভাবে মা দুর্গা অসুরদের হাত থেকে নিরীহদের রক্ষা করেন৷ আরও দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মা দুর্গার বড় ভক্ত৷ নবরাত্রিতে ন' দিনই উপোস করে থাকেন তিনি৷ ওই ৯ দিন শুধুমাত্র গরম জল পান করেন প্রধানমন্ত্রী৷
advertisement
আফগানিস্তান সংকট শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির একটি বৈঠক হয়৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য এবং সরকারি শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, আফগানিস্তানে উদ্ধারকাজ চালানোর ক্ষেত্রে মানবিকতাকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷ তিনি মেন করিয়ে দেন, আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু এবং শিখদেরই শুধু যে আফগানিস্তান থেকে ভারতে ফেরানো হচ্ছে তা নয়, এমন কি বহু অন্যান্য আফগান নাগরিকরাও ভারতে এসে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷
advertisement
advertisement
মঙ্গলবার আফগানিস্তান থেকে মোট ৭৮ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে৷ কাবুল থেকে তাঁদের প্রথমে উদ্ধার করে তাজিকিস্তানের দুশানবেতে নিয়ে যাওয়া হয়েছিল বায়ুসেনার বিমানে৷ সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমান আজ তাঁদের দেশে ফেরানো হয়েছে৷ এঁদের মধ্যেও ২৫ জন আফগান নাগরিক রয়েছেন৷ এর পাশাপাশি বেশ কিছু আফগান হিন্দু এবং শিখও ভারতে ফিরেছেন৷ এই নিয়ে এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে মোট ৮০০-র বেশি মানুষকে উদ্ধার করল ভারত৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Dev Shakti in Afghanistan: আফগানিস্তানে ভারতের উদ্ধার অভিযানে মা দু্র্গার যোগ! নেপথ্যে এই কারণ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement