Gujrat: গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা! উপকূলরক্ষী বাহিনীর মহড়া চলাকালীন ভেঙে পড়ল হেলিকপ্টার, চালক-সহ মৃত তিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গুজরাতের পোরবন্দরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার দুপুরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। সংবাদমাধ্যম সূত্রের খবর, মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন।
পোরবন্দর: গুজরাতের পোরবন্দরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার দুপুরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। সংবাদমাধ্যম সূত্রের খবর, মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
সংবাদমাধ্যম সূত্রের খবর, উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) মহড়া চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে। প্রতি দিন নিয়মমাফিক মহড়া দেওয়া হত এই হেলিকপ্টারে। রবিবারও মহড়া চলছিল। সেই সময়েই পোরবন্দর বিমানবন্দরে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।
advertisement
প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরে গুজরাতে বন্যায় উদ্ধারকাজের সময় উপকূলরক্ষীবাহিনীর হেলিকপ্টার ধ্রুব নিখোঁজ হয়ে যায়। চালক উদ্ধার হলেও সেবারেও নিখোঁজ হয়ে যান তিনজন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 05, 2025 4:43 PM IST