Gujrat: গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা! উপকূলরক্ষী বাহিনীর মহড়া চলাকালীন ভেঙে পড়ল হেলিকপ্টার, চালক-সহ মৃত তিন

Last Updated:

গুজরাতের পোরবন্দরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার দুপুরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। সংবাদমাধ্যম সূত্রের খবর, মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন।

মহড়া চলাকালীন ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। ছবি- পিটিআই
মহড়া চলাকালীন ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। ছবি- পিটিআই
পোরবন্দর: গুজরাতের পোরবন্দরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার দুপুরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। সংবাদমাধ্যম সূত্রের খবর, মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
সংবাদমাধ্যম সূত্রের খবর, উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) মহড়া চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে। প্রতি দিন নিয়মমাফিক মহড়া দেওয়া হত এই হেলিকপ্টারে। রবিবারও মহড়া চলছিল। সেই সময়েই পোরবন্দর বিমানবন্দরে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।
advertisement
প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরে গুজরাতে বন্যায় উদ্ধারকাজের সময় উপকূলরক্ষীবাহিনীর হেলিকপ্টার ধ্রুব নিখোঁজ হয়ে যায়। চালক উদ্ধার হলেও সেবারেও নিখোঁজ হয়ে যান তিনজন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujrat: গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা! উপকূলরক্ষী বাহিনীর মহড়া চলাকালীন ভেঙে পড়ল হেলিকপ্টার, চালক-সহ মৃত তিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement