তখনও মৃত মায়ের হাত ধরে রয়েছে মৃত শিশু, কেরলে ধ্বংসস্তুপ সরাতেই চোখে জল সেনাদের
Last Updated:
ধ্বংসস্তুপের মধ্যে দেখা যায় দেড় বছরের মৃত ছেলের হাত ধরে রয়েছে মৃত মা
#কেরল: বন্যায় বানভাসী কেরল। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ, ক্রমে বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর আহত আরও বহু। কয়েক লক্ষ মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন ভারতীয় সেনা বাহিনী।
দ্রুতহাতে ধ্বংসস্তুপ সরাতে গিয়ে এমন এক দৃশ্য চোখের সামনে উঠে এল, যে চোখের জল আটকাতে পারলেন না সেনা বাহিনীর জওয়ানরাও। দিন দুয়েক আগে কেরলের পাহাড়ি এলাকা কোট্টাক্কুন্নুতে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালানোর সময়ে দেখতে পান এক মা ও শিশুকে। মায়ের নিথর দেহ তখনও শক্ত করে ধরে রেখেছে সন্তানের হাত। সেনারা কঠোর হন, হাজার প্রতিকূলতার সামনেও ভেঙে পড়েন না, কিন্তু এই দৃশ্যে নিজেদের ঠিক রাখতে পারলেন জওয়ানরা! কেঁদে ফেললেন।
advertisement
অনুমান করা হচ্ছে মৃতার নাম গীতু, বয়স আনুমানিক ২১ বছর। তার দেড় বছরের শিশু সন্তান ধ্রুব। বেশ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযানের পর মা ও সন্তানের নিথর দেহ উদ্ধার করে সেনা দল।
advertisement
বন্যায় বিধ্বস্ত দক্ষিণ ভারত। আলাপ্পুঝা, এরনাকুলাম, ইড়ুক্কি, মালাপ্পুরাম ও কোঝিকোড়ে সতর্কতা জারি হয়েছে। কেরলে বন্যায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। কর্নাটকেও নতুন করে মৃত্যুর খবর মিলেছে। এই দুই রাজ্যে ৮ লক্ষ মানুষ ত্রাণশিবিরে। কেরলে নিখোঁজ প্রায় ৫০ জন। কর্নাটকেরও ৩০ জনের খোঁজ মিলছে না। প্রাথমিক ভাবে কেন্দ্রের কাছে বড় অঙ্কের সাহায্য চেয়েছে তিন রাজ্যে প্রশাসন। ৬, ৮১৩ কোটি টাকা দাবি করেছে মহারাষ্ট্র, ৫ হাজার কোটি দাবি কেরলের, ৩ হাজার কোটি মঞ্জুরের আরজি কর্নাটকের।
advertisement
মঙ্গলবার সকালে ওয়াইনাডে কয়েকটি ত্রানশিবির ঘুরে দেখেন রাহুল গান্ধি। বিভিন্ন জায়গায় জল নামার সঙ্গে সঙ্গে ছড়াচ্ছে সংক্রমণ। হাসপাতালে ঠাঁই না পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় মহামারী রোখাও এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2019 10:19 PM IST