ভারত-চিন সীমান্তে গ্রাম খালি করার নির্দেশ সেনার

Last Updated:

ভারত ও চিনের সীমান্তে গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: ভারত ও চিনের সীমান্তে গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, ভারতীয় সেনা নাথনাঙ্গ গ্রামের বাসিন্দাদের শীঘ্রই বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ তাহলে কী যুদ্ধ লাগতে চলেছে দুই দেশের মধ্যে ? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷
নাথনাঙ্গ ডোকলম থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই নির্দেশের পর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ বেশ কয়েকদিন ধরেই দু’দেশের মধ্যে চাপানউতোর চলছে ৷ অনেকদিন ধরেই ডোকলাম নিয়ে দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে পৌঁছেছে ৷ তার জেরেই কী এমন সিদ্ধান্ত ?
তবে এটা এখনও স্পষ্ট নয় যে সুকনা থেকে ডোকলমের উদ্দেশ্যে রওনা হওয়া ৩৩ ক্রপ জওয়ানদের থাকার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে নাকি ভারত চিনের মধ্যে যুদ্ধ পরিস্থিত সৃষ্টি হলে তাতে যাতে সাধারণ নাগরিক আহত না হয় সেই জন্য ৷
advertisement
advertisement
নাথনাঙ্গ এলাকার বাসিন্দারা NEWS 18 -কে জানিয়েছে যে এলাকায় সেনা মোতায়ন দ্রুত গতিতে বাড়ছে৷ নাথনাঙ্গ ও ডোকলমের মধ্যে একটি গ্রাম রয়েছে যেখানে প্রায় ১০০ জন বাসিন্দা রয়েছে ৷
সেনা আধিকারিক অবশ্য জানিয়েছেন, প্রতি বছর এটা সেপ্টম্বর মাসে করা হয়ে থাকে কিন্তু এবছর তা আগেই করা হচ্ছে ৷
কাটছে না ডোকলাম জট। ভারত-ভুটান ও চিন। তিন দেশের সীমান্তবর্তী ডোকলাম এলাকায় লাল ফৌজের জবরদখল ও রাস্তা নির্মাণ নিয়েই সমস্যার সূত্রপাত।
advertisement
সূত্রের খবর, তিন দেশের সীমান্তবর্তী ওই এলাকায় ভারত ও চিনের প্রায় চারশো করে সেনা মোতায়েন রয়েছে। বেজিংয়ের অনড় মনোভাব দেখে ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছে নয়াদিল্লি।
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-চিন সীমান্তে গ্রাম খালি করার নির্দেশ সেনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement