পুরুষের সঙ্গে জবরদস্তির সংসার, বিচ্ছেদের পর ভারতীয় নারীকে বিয়ে বাংলাদেশের টিনার

Last Updated:

সুবিক্ষার মা একবারেই মেয়ের বিয়েতে রাজি হয়ে যান। যদিও তাঁর বাবার ভয় ছিল, কোথাও গিয়ে সমাজের আক্রমণের শিকার হবেন না তো! কিন্তু বিয়ে মিটে যায় নির্বিঘ্নে।

#চেন্নাই: পরিবারের দাবি ছিল, জোর করে পুরুষকে বিয়ে করলে মন বদলে যাবে তাঁদের সমকামী মেয়ের। দীর্ঘ দিন সেই দাম্পত্যেই আটকে ছিলেন বাংলাদেশের টিনা দাস। সব আছে, কিন্তু কিছুর অভাব রয়েছে যেন। পরিবারের তরফে বলা হয়, মা হয়ে গেলে আর কোনও সমস্যা থাকবে না৷ সন্তান ধারণের জন্য চিকিৎসা শুরু হয়৷ সেই সময়েই টিনা সিদ্ধান্ত নেন, নিজেকে গুরুত্ব দেবেন। নিজের পছন্দকে সবার উপরে রাখবেন। বেরিয়ে এলেন দাম্পত্য থেকে।
সদ্যই বিয়ে করলেন ভারতীয় মহিলাকে। তামিলনাড়ুতে এসে সমস্ত রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধলেন বাংলাদেশি কন্যা। পাত্রী, সুবিক্ষা সুব্রহ্মণ্য। তামিল ব্রাহ্মণ। নিজেকে উভকামী হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
advertisement
কানাডায় বাস সুবিক্ষায়। টিনাও সে দেশেই থাকেন। সেখানেই ডেটিং অ্যাপে একে অপরের সঙ্গে আলাপ। ৬ বছর ধরে তাঁরা প্রেম করেন। সদ্যই সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন। সেই মতো সুবিক্ষা ভারতে ফিরে আসেন। তামিলনাড়ুতে আসেন টিনাও।
advertisement
সুবিক্ষার মা একবারেই মেয়ের বিয়েতে রাজি হয়ে যান। যদিও তাঁর বাবার ভয় ছিল, কোথাও গিয়ে সমাজের আক্রমণের শিকার হবেন না তো! কিন্তু বিয়ে মিটে যায় নির্বিঘ্নে। অনুষ্ঠান হয় মহা আড়ম্বরে। LGBTQIA+ গোষ্ঠীর এক সংস্কৃত গবেষক পৌরহিত্য করেন এই বিয়েতে।
advertisement
সুবিক্ষার পরিবারের সমর্থন দেখে আপ্লুত টিনা। তাঁর পরিবারের কেউ সেই বিয়েতে উপস্থিত থাকেননি। গত ৩১ অগাস্ট চেন্নাইতে গাঁটছড়া বাঁধেন সুবিক্ষা-টিনা। তার পরেই মধুচন্দ্রিমার উদ্দেশে বেরিয়ে পড়েন কানাডাবাসী নবদম্পতি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুরুষের সঙ্গে জবরদস্তির সংসার, বিচ্ছেদের পর ভারতীয় নারীকে বিয়ে বাংলাদেশের টিনার
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement