‘‘ফ্রান্সের পাশেই রয়েছে ভারত...’’ বার্তা দেশের প্রাক্তন রাষ্ট্রদূত গোষ্ঠীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ফরাসি সরকারের সঙ্গে ভারতের সংহতিকে তাঁরা সমর্থন করছেন এবং ইমানুয়েল ম্যাকরঁর বিরুদ্ধে বিক্ষোভের সমালোচনা করেছে এই গোষ্ঠী ৷
#নয়াদিল্লি: ভারতের অবসরপ্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রদূতদের ২২ জনের একটি দল ফ্রান্সে সম্প্রতি সন্ত্রাস হানা নিয়ে সোমবার একটি বিবৃতি প্রকাশ করেছে ৷ যেখানে ফরাসি সরকারের সঙ্গে ভারতের সংহতিকে তাঁরা সমর্থন করছেন এবং ইমানুয়েল ম্যাকরঁর বিরুদ্ধে বিক্ষোভের সমালোচনা করেছেন ৷

ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সম্প্রতি মুসলিম বিশ্বের রোষে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ (Emmanuel Macron)। শালীনতার সীমা ছাড়িয়ে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ শানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান-সহ অনেকেই। এহেন পরিস্থিতিতে ম্যাকরঁর সমর্থনে এগিয়ে আসে ভারত। তাঁকে সরাসরি সমর্থন জানায় নয়াদিল্লি। তারপরই দারুল উলুম দেওবন্দের কাছ থেকে কেন্দ্রের কাছে আবেদন ছিল, ফ্রান্সের ভূমিকাকে সমর্থন নয়, প্রতিবাদ করুক ভারত ৷ ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদকে অসম্মানিত করেছে ফ্রান্স। এতে অপমানিত হয়েছেন এদেশের মুসলিমরাও। অবিলম্বে ফ্রান্সের সমালোচনা করুক ভারত। রাষ্ট্রসংঘে ফ্রান্সের বিপক্ষে দাঁড়াক নয়াদিল্লি। এমনটাই ছিল তাদের দাবি ৷ কিন্তু এদিন দেখা গিয়েছে ভারতের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের গ্রুপও ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরঁর পাশেই দাঁড়িয়েছে ৷
advertisement
advertisement
বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘‘ইসলামি মৌলবাদীদের দ্বারা ফ্রান্সে সাম্প্রতিক নির্মম সন্ত্রাসবাদী হামলার বহুত্ববাদ এবং আইনের শাসনের উপর ভিত্তি করে সমস্ত গণতান্ত্রিক দেশগুলিতে প্রভাব ফেলেছে ৷ ভারত এই কঠিন মুহূর্তে ফ্রান্সের পাশে রয়েছে এবং এই ইস্যুতে ফ্রান্স সরকারকে পুরোপুরি সমর্থন করে। "
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2020 6:32 PM IST