#রোম: গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে আইএসআই এজেন্ট-সহ কয়েক ডজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করলেন প্রত্যক্ষদর্শীরা৷ তাঁদের দাবি, ভারতের বিমানহানার পরেই ঘটনাস্থলে প্রচুর অ্যাম্বুলেন্স দেখা যায়৷ ১২টি দেহ উদ্ধার হয়৷ ওই ১২ জন একটি তাঁবুতে সেই সময় ঘুমোচ্ছিল৷ অনেক এরকম ব্যক্তিও মৃতের তালিকায় ছিল, যাঁরা আগে পাকিস্তান সেনা বাহিনীর সদস্য ছিলেন৷
First Post-এর খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসন কিছু জানাতে রাজি না-হলেও, অনেক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের কাছে গোপনে মুখ খুলেছেন৷ তাঁরা জানান, ভারতের হামলার পরেই স্থানীয় প্রশাসন অকুস্থলে পৌঁছে যায়৷ খানিক ক্ষণের মধ্যেই ওই এলাকা ঘিরে ফেলে পাক সেনা৷ পুলিশকেও ঢুকতে দেওয়া হয়নি৷ মেডিক্যাল টিমের মোবাইল নিয়ে নিজেদের কাছে রেখে দেয় সেনা৷ প্রাক্তন পাক সেনা আধিকারিক ও পরে ISI এজেন্ট কর্নেল সেলিম (এই নামেই স্থানীয়দের কাছে পরিচিত)-এর মৃত্যু হয়েছে ভারতের হামলায়৷
জারার জাকরি নামে আরেক ISI এজেন্ট গুরুতর আহত হয়েছে৷ মৃতদের মধ্যে রয়েছে পেশোয়ারের জইশ ই মহম্মদ সদস্য মুফতি মইন, আইইডি বিশেষজ্ঞ উসমান গনি৷ এছাড়াও ১২ জন জইশ ই মহম্মদের ফিদায়েঁ হামলাকারীরও মৃত্যু হয়েছে৷ এই ১২ জন একটি বিল্ডিংয়ে ছিল৷
তবে প্রত্যক্ষদর্শীরা এই দাবি করলেও, ঘটনাস্থলের কোনও ছবি প্রকাশ্যে আসেনি৷ ফলে দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে৷
আরও ভিডিও: আজই দেশে ফিরছেন অভিনন্দন বর্তমান, ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরবেন উইং কমান্ডার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balakot Air Strike, India Pakistan Tension, Pakistan Occupied Kashmir