#নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিলই। কার্যত প্রায় সব সমীক্ষা মিলিয়ে কেন্দ্রে ফের সরকার গড়তে চলেছে টিম মোদি।
দেশ জুড়ে ফের গেরুয়া ঝড়। আর সেই ঝড়ে বেসামাল হিন্দি বলয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বিহার-ওড়িশা, এমনকী উত্তর-পূর্ব। একক ভাবে বিজেপি আগের বারের ২৮২ টপকে যাওয়ার মুখে। ৩০০ আসন পার করার ইঙ্গিত এনডিএ জোটের। উল্টো দিকে বিরোধী শিবিরে শুধুই হতাশা।
আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পদ্মশিবির ৷ আরও একবার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর আসনে বসা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা ৷ ইঙ্গিত স্পষ্ট বুঝতেই ট্যুইটারে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তিনি ট্যুইটারে লেখেন,‘‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বিজয়ী ভারত ৷ আমরা একসঙ্গে উন্নতি লাভ করছি ৷ একসঙ্গে আমরা সমৃদ্ধ হচ্ছি ৷ আর একসঙ্গে সবাই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ভারত গঠন করব ৷ ভারত আবার জিতেছে ৷ #বিজয়ভারত’’सबका साथ + सबका विकास + सबका विश्वास = विजयी भारत Together we grow. Together we prosper. Together we will build a strong and inclusive India. India wins yet again! #VijayiBharat
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 23, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Elections With News1, General Election 2019 Result, Live election result 2019, Lok Sabha Election 201, Lok Sabha elections 2019, Lok Sabha Elections 2019 Result, Lok Sabha Elections Results 2019, Verdict 2019 With News18