Gaganyaan: ডিসেম্বরেই পাড়ি দেবে প্রথম গগনযান! আশার কথা শোনালেন ইসরো চেয়ারম্যান

Last Updated:

ইতিমধ্যেই রকেটের বিভিন্ন যন্ত্রাংশ ছাড়াও মানববাহী মহাকাশযানের যন্ত্রাংশ মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধবন স্পেস সেন্টারে আনার কাজ শুরু হয়ে গেছে। এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারেও শুরু হয়েছে মহাকাশ গবেষণার নানান পরীক্ষা নিরীক্ষার কাজ।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ
নয়াদিল্লি: চন্দ্রযান পাঠানোর পর কিছুদিন বাদে গগনযানের দিকে আরও এক ধাপ এগোল ভারত। আগামী ডিসেম্বরের মধ্যেই এই মহাকাশযান পাঠানো হবে বলে জানানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-এর তরফ থেকে।
পৃথিবীর অক্ষে প্রথম যান মানববিহীন ভাবে এই প্রদক্ষিণ করবে। পরবর্তীতে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের।
ইতিমধ্যেই রকেটের বিভিন্ন যন্ত্রাংশ ছাড়াও মানববাহী মহাকাশযানের যন্ত্রাংশ মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধবন স্পেস সেন্টারে আনার কাজ শুরু হয়ে গেছে। এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারেও শুরু হয়েছে মহাকাশ গবেষণার নানান পরীক্ষা নিরীক্ষার কাজ।
advertisement
এই প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, “আজ, আমরা চেষ্টা করছি গগনযান জি১ প্রথম মিশনেই যাতে সাফল্য অর্জন করে তা দেখার। ইতিমধ্যেই সব কাজ ঠিক ভাবেই এগোচ্ছে আশা করা যায় আমরা শীঘ্রই সফল হবো।”
advertisement
ক্রিউ মডেল ভিএসএসসি ত্রিভান্দ্রামে তৈরি সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পুরো তারের ওয়ারিং এবং টেস্টিং-এর কাজ সম্পন্ন করে ফেলেছি। আমরা চেষ্টা করছি নভেম্বরের মধ্যে গোটা সিস্টেম তৈরি করে ফেলা। ফলে খুব সহজেই আমরা ডিসেম্বরের মধ্যে উৎক্ষেপণ করতে সক্ষম হবো।”
advertisement
ইতিমধ্যেই এসএসএলভির সফল উৎক্ষেপণ করেছে ভারত। ফলে ভারতের পক্ষে গগনযানের পথ আরও সুগম হয়েছে বলেই মত ইসরোর চেয়ারম্যানের। তাঁর আরও অভিমত, ইসরো আগে এই ধরনের অভিযান করেনি ফলে এটা সর্বাত্মক ভাবে একটা বিশাল বড় চ্যালেঞ্জ।
এসএসএলভির মূল কিছু বৈশিষ্ট্য হল- মহাকাশে এটি অত্যন্ত নিম্ন খরচের। এছাড়াও লঞ্চ অন ডিম্যান্ডও এই রকেটে পাওয়া যায়। ফলে খুব সহজেই এই ধরনের অভিযানের ক্ষেত্রে এই রকেট কার্যকরী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gaganyaan: ডিসেম্বরেই পাড়ি দেবে প্রথম গগনযান! আশার কথা শোনালেন ইসরো চেয়ারম্যান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement