Sonia Gandhi: চিন-মণিপুর নিয়ে কথা হোক সংসদের বিশেষ অধিবেশনে! নরেন্দ্র মোদিকে চিঠি সনিয়া গান্ধির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিষয়টি নিয়ে গত মঙ্গলবার দেশজুড়ে আলোচনা শুরু হওয়ার পরে সনিয়া গান্ধির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ জায়গায় লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’৷
নয়াদিল্লি: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার৷ অথচ, কেন এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, এখানে কী কী আলোচনা হবে, সে বিষয়ে কেন্দ্রের তরফে কোনও বিষয় ভিত্তিক তালিকা পাঠানো হয়নি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে৷ এই বিষয়টি উল্লেখ করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধি৷
চিঠিতে সনিয়া গান্ধি লিখেছেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনও রকমের আলোচনা না করেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে৷ এই অধিবেশন কেন ডাকা হয়েছে, তা নিয়ে আমাদের কারও বিন্দুমাত্র কোনও ধারণা নেই৷ আমাদের শুধু জানানো হয়েছে, এই ৫ দিনই কেন্দ্রীয় সরকারের কোনও বিষয় নিয়ে আলোচনা হবে৷’
আরও পড়ুন: ‘আদর্শগত’ পার্থক্য! সদস্য থাকা ‘অসম্ভব’, এক রাশ ক্ষোভ জানিয়ে বিজেপি ছাড়লেন নেতাজির নাতি চন্দ্র বসু
পরিবর্তে বিশেষ অধিবেশনে আলোচনা করার মতো বেশ কিছু বিষয়ের তালিকাও চিঠিতে উল্লেখ করেছেন কংগ্রেসনেত্রী৷ সেই তালিকায় রয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, সাম্প্রদায়িকতা, মণিপুর ইস্যু এবং চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয়৷
advertisement
advertisement
চিঠিতে সনিয়া লিখেছেন, ‘আমি আশা করি, গঠনমূলক সহযোগিতাকে মান্যতা দিয়ে বিশেষ অধিবেশনে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হোক৷’
আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিষয়টি নিয়ে গত মঙ্গলবার দেশজুড়ে আলোচনা শুরু হওয়ার পরে সনিয়া গান্ধির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ জায়গায় লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’৷ G-20 অধিবেশনের নৈশভোজের আমন্ত্রণ পত্র সামনে আসার পর থেকে সারা দেশজুড়ে কেবল একটাই আলোচনা, তাহলে কি, দেশের নাম ‘ইন্ডিয়া’ বাদ দিয়ে ‘ভারত’ করা হচ্ছে, সেই কারণেই কি তড়িঘড়ি ডাকা হয়েছে বিশেষ অধিবেশন?
advertisement
শুধু তাই নয়, গত মঙ্গলবার বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরের যে নথি সাংবাদিকদের দিয়েছেন, সেটিতেও মোদিকে “Prime Minister of Bharat” হিসাবে উল্লেখ করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 06, 2023 6:37 PM IST