উরি সন্ত্রাসের জবাব ভেবে চিন্তেই দেবে ভারত: রিজিজু

Last Updated:

জানুয়ারিতে পাঠানকোট, হিজাবুল জঙ্গির মৃত্যুতে কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোয় পাকিস্তানি মদত, রবিবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সেনা ছাউনিতে জঙ্গি হামলা ৷

#নয়াদিল্লি: জানুয়ারিতে পাঠানকোট, হিজাবুল জঙ্গির মৃত্যুতে কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোয় পাকিস্তানি মদত, রবিবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সেনা ছাউনিতে জঙ্গি হামলা ৷ প্রতিবেশীর তরফ থেকে ধেয়ে আসছে একের পর এক আক্রমণ কী জবাব দেওয়া হবে এর? এই নিয়েই নর্থ ব্লকে বসে বৈঠক ৷ সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আইবি প্রধান ৷
এই বৈঠক শেষের পর কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ও উরি হামলার রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যান রাজনাথ সিং ৷ সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, অর্থমন্ত্রী অরুণ জেটলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ৷
bomb
advertisement
advertisement
ইতিমধ্যে গৃহ রাজ্য মন্ত্রী কিরণ রিজিজু বলেন, উরি হামলায় পাক যোগ স্পষ্ট ৷ জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে রবিবার জঙ্গিরা যে হামলা চালিয়েছে তাতে পাকিস্তানের যুক্ত থাকার অনেক প্রমাণ রয়েছে ভারতের হাতে ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ নিয়ে পাকিস্তান কী বলছে তাতে কিছু এসে যায় না ৷ ভারত ভেবে চিন্তেই পদক্ষেপ নেবে ৷ তবে সেটা কী হতে চলেছে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না ৷
advertisement
03JK
সূত্রের খবর, জঙ্গিদের পরনে যে সেনা পোশাক ছিল তা পাকিস্তানে তৈরি ৷ জঙ্গিদের ব্যবহারকারী অস্ত্রশস্ত্র সব কিছুই তৈরি পাকিস্তানে ৷ তাতে পাকিস্তানি ট্রেডমার্কও রয়েছে ৷ জঙ্গিদের কাছ থেকে যে খাবারের প্যাকেট পাওয়া গিয়েছে তা পাকিস্তানে তৈরি ৷
jk 1
advertisement
DGMO লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানিয়েছেন, ‘উরিতে জঙ্গি হানায় পাক মদতপুষ্ট জইশ-এ-মহম্মদের হাত রয়েছে ৷ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে ৷ ’ তিনি বলেছেন, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিসপত্রে পাকিস্তানের ছাপ মিলেছে। ইতিমধ্যেই পাকিস্তানের DGMO- কে এই বিষয়ে জানানো হয়েছে ৷
রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয়েছে সেনা ৷ ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷
advertisement
fff
জানা গিয়েছে, ১৭ জন শহীদ জওয়ানদের মধ্যে ১৪ জন সেই সময় টেন্টে ঘুমোচ্ছিলেন ৷ জঙ্গিরা টেন্ট লক্ষ্য করে গ্রেনেড ছোড়াতে তাদের মৃত্যু হয় ৷ সেনাছাউনিতে আগুন লেগে যাওয়াই তাদের মৃত্যু হয়েছে ৷ উরি জম্মু কাশ্মীরের সীমান্ত রেখার কাছে অবস্থিত ৷
advertisement
নরেন্দ্র মোদি ট্যুইট করে লেখেন, ‘উরি হামলার তীব্র নিন্দা করছি ৷ আমি গোটা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই হামলার পিছনে যারা রয়েছে তারা শাস্তি পাবেই !’
উরি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রাক্তন সেনা ও কূটনীতিকরা ৷ হামলার সমালোচনা করে, তাঁরা স্পষ্টই জানিয়ে দিলেন, এই হামলার বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিত ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উরি সন্ত্রাসের জবাব ভেবে চিন্তেই দেবে ভারত: রিজিজু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement