ইমরান খানকে দিল্লিতে আমন্ত্রণ জানাতে চলেছে ভারত
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারকে এ বিষয়ে জিগ্গেস করলে তিনি বলেন, '৮টি দেশ ও ৪ জন পর্যবেক্ষক, সবাইকেই আমন্ত্রণ জানানো হবে৷'
#নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত৷ চলতি বছরের শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক হবে দিল্লিতে৷ কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, সেই বৈঠকেই পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে কেন্দ্র৷ খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ চিঠি দেবে সরকার৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারকে এ বিষয়ে জিগ্গেস করলে তিনি বলেন, '৮টি দেশ ও ৪ জন পর্যবেক্ষক, সবাইকেই আমন্ত্রণ জানানো হবে৷'
Raveesh Kumar, MEA: As per the established practice & procedure within SCO all 8 members of SCO, as well as 4 observer states & other international dialogue partners will be invited to attend the meeting. https://t.co/28MY5TVOzW
— ANI (@ANI) January 16, 2020
advertisement
advertisement
এই ৮টি দেশ হল, চিন, কিরঘিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তান৷ পর্যবেক্ষক ৪টি দেশ হল, আফগানিস্তান, ইরান ও মঙ্গোলিয়া৷
জম্মু-কশ্মীর ইস্যুতে এদিন রবীশ কুমার বলেন, 'রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যের মাধ্যমে এ ইস্যুতে সওয়াল করেছিল পাকিস্তান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এ ইস্যু নিয়ে আলোচনা সঠিক জায়গা নয় এটা। দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত।'
advertisement
নাগরিকত্ব আইন ও জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ম করে পাকিস্তানকে তুলোধনা করছেন৷ ইমরান খানকে প্রায় প্রতিদিন ভারতের নাগরিকত্ব আইনের তীব্র সমালোচনা ও আন্দোলনের খবর ট্যুইট করছেন৷ এ হেন পরিস্থিতিতে ইমরান খান যদি নিমন্ত্রণ রক্ষা করতে ভারতে আসেন, তা হলে কূটনৈতিক ভাবে তা অত্যন্ত তাত্পর্যপূর্ণ হবে৷
advertisement
Location :
First Published :
January 16, 2020 6:52 PM IST