মার্চের মধ্যেই ১৭টি রাফাল ভারতে, বাকিগুলি আসবে আগামী বছর: রাজনাথ সিং

Last Updated:

চলতি বছর মার্চের মধ্যেই ফ্রান্স থেকে দ্বিতীয় দফায় আরও ১৭টি রাফাল (Rafale) ভারতে৷ বাকিগুলি আসবে আগামী বছর৷ সোমবার সংসদে বক্তব্য রাখার সময় এমনটাই জানিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)৷

#নয়াদিল্লি: চলতি বছর মার্চের মধ্যেই ফ্রান্স থেকে দ্বিতীয় দফায় আরও ১৭টি রাফাল (Rafale) ভারতে৷ বাকিগুলি আসবে আগামী বছর৷ সোমবার সংসদে বক্তব্য রাখার সময় এমনটাই জানিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)৷ প্রায় ৪ বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ৫৯ হাজার কোটি টাকায়৷ সেই চুক্তির প্রথম ৫টি রাফাল গতবছর জুন মাসেই ভারতীয় বায়ুসেনার কাছে চলে এসেছে৷ এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে ধাপে ৩টি করে রাফাল এসেছে৷ এই মুহূর্তে মোট ১১টি রাফাল রয়েছে ভারতের৷ আরও ২৫টি পাবে ভারত৷
advertisement
advertisement
এদিন রাজনাথ সিং একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, "এখনও পর্যন্ত আমাদের কাছে ১১টি রাফাল এসেছে৷ মার্চের মধ্যে আরও ১৭টি রাফাল আমাদের হাতে আসবে৷ এরপর বাকি রাফালগুলি আগামী বছর এপ্রিলের মধ্যে চলে আসবে৷ রাজনাথ জানান যে, আনুষ্ঠানিক ভাবে গত ১০ সেপ্টেম্বর পাঁচটি রাফাল ভারতীয় সেনায় যোগ দিয়েছে৷ এই অনুষ্ঠানের জন্যই খরচ হয়েছে ৪১ লক্ষ ৩২ হাজার টাকা৷ যার মধ্যে ৯ লক্ষ ১৮ হাজার টাকা জিএসটি৷ রাজনাথ সিংয়ের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু জায়গা বেসরকারিকরণ করতে চলেছে, সেই বিষয় তিনি কী বলবেন? রাজনাথ জানান, "আমরা দেশীয়করণের ওপর জোর দিচ্ছি৷" তিনি এও বলেন যে, মোট ১০১টি জিনিস চিহ্ণিত করা হয়েছে, যা আর বাইরে থেকে আমদানি করা হবে না, তৈরি হবে দেশেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
মার্চের মধ্যেই ১৭টি রাফাল ভারতে, বাকিগুলি আসবে আগামী বছর: রাজনাথ সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement