মার্চের মধ্যেই ১৭টি রাফাল ভারতে, বাকিগুলি আসবে আগামী বছর: রাজনাথ সিং

Last Updated:

চলতি বছর মার্চের মধ্যেই ফ্রান্স থেকে দ্বিতীয় দফায় আরও ১৭টি রাফাল (Rafale) ভারতে৷ বাকিগুলি আসবে আগামী বছর৷ সোমবার সংসদে বক্তব্য রাখার সময় এমনটাই জানিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)৷

#নয়াদিল্লি: চলতি বছর মার্চের মধ্যেই ফ্রান্স থেকে দ্বিতীয় দফায় আরও ১৭টি রাফাল (Rafale) ভারতে৷ বাকিগুলি আসবে আগামী বছর৷ সোমবার সংসদে বক্তব্য রাখার সময় এমনটাই জানিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)৷ প্রায় ৪ বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ৫৯ হাজার কোটি টাকায়৷ সেই চুক্তির প্রথম ৫টি রাফাল গতবছর জুন মাসেই ভারতীয় বায়ুসেনার কাছে চলে এসেছে৷ এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে ধাপে ৩টি করে রাফাল এসেছে৷ এই মুহূর্তে মোট ১১টি রাফাল রয়েছে ভারতের৷ আরও ২৫টি পাবে ভারত৷
advertisement
advertisement
এদিন রাজনাথ সিং একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, "এখনও পর্যন্ত আমাদের কাছে ১১টি রাফাল এসেছে৷ মার্চের মধ্যে আরও ১৭টি রাফাল আমাদের হাতে আসবে৷ এরপর বাকি রাফালগুলি আগামী বছর এপ্রিলের মধ্যে চলে আসবে৷ রাজনাথ জানান যে, আনুষ্ঠানিক ভাবে গত ১০ সেপ্টেম্বর পাঁচটি রাফাল ভারতীয় সেনায় যোগ দিয়েছে৷ এই অনুষ্ঠানের জন্যই খরচ হয়েছে ৪১ লক্ষ ৩২ হাজার টাকা৷ যার মধ্যে ৯ লক্ষ ১৮ হাজার টাকা জিএসটি৷ রাজনাথ সিংয়ের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু জায়গা বেসরকারিকরণ করতে চলেছে, সেই বিষয় তিনি কী বলবেন? রাজনাথ জানান, "আমরা দেশীয়করণের ওপর জোর দিচ্ছি৷" তিনি এও বলেন যে, মোট ১০১টি জিনিস চিহ্ণিত করা হয়েছে, যা আর বাইরে থেকে আমদানি করা হবে না, তৈরি হবে দেশেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মার্চের মধ্যেই ১৭টি রাফাল ভারতে, বাকিগুলি আসবে আগামী বছর: রাজনাথ সিং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement