আমেরিকার থেকে MH-60 রোমিও হেলিকপ্টার কিনবে ভারত, জানেন কত টাকা খরচ হবে ?

Last Updated:

এছাড়াও ৫৬৯২ কোটি টাকা দিয়ে কেনা হবে AH 64 E অ্যাপাচে অ্যাট্যাক চপার।

#নয়াদিল্লি: ভারতীয় নৌসেনার জন্য আমেরিকার কাছ থেকে ২৪টি MH-60 রোমিও সি-হক মাল্টিরোল হেলিকপ্টার কিনবে ভারত। খরচ পড়বে ১৫,১৫৭ কোটি টাকা।
শিকারি কপ্টার
রোমিও সি-হক মাল্টিরোল হেলিকপ্টার
advertisement
সমুদ্রে নজরদারি ও হামলা চালাতে এই কপ্টার কিনবে ভারত
সমুদ্রের গভীরে থাকা শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করবে রোমিও
রোমিও আকাশ থেকেই চিহ্নিত করতে পারবে শত্রুপক্ষের ডুবোজাহাজ
শত্রুপক্ষের ডুবোজাহাজ, সাবমেরিন নিমেষে ধ্বংস করার ক্ষমতা রয়েছে
নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম রোমিও
বিমানবাহী রণতরী, ক্রুজার থেকেও এটি ওড়ানো যাবে
advertisement
সমুদ্রের বুকে তল্লাশি ও উদ্ধারকাজেও দক্ষ রোমিও
আকাশে যুদ্ধের ক্ষেত্রেও এটি পারদর্শী
কমিউনিকেশন, লজিস্টিক সাপোর্টও মিলবে রোমিওর থেকেই
মার্কিন সংস্থা লক-হিড-মার্টিন এই রোমিও হেলিকপ্টার তৈরি করছে
এছাড়াও ৫৬৯২ কোটি টাকা দিয়ে কেনা হবে AH 64 E অ্যাপাচে অ্যাট্যাক চপার।
AH 64 E অ্যাপাচে অ্যাটাক চপার
অ্যাপাচেতে থাকা চেনগান মিনিটে ৬২৫ রাউন্ড গুলি ছুড়তে পারে
advertisement
শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতা রয়েছে অ্যাপাচের
টিম অফ সিক্স কাজ করে এই চপারে
প্রথম চপার শত্রুপক্ষের রেডারে ধরা পড়লেও পরের ৫টা রেডারে ধরা পড়বে না
পরের ৫টা চপার লুকিয়ে ধ্বংস করতে পারবে শত্রুপক্ষের ট্যাঙ্ক
বাংলা খবর/ খবর/দেশ/
আমেরিকার থেকে MH-60 রোমিও হেলিকপ্টার কিনবে ভারত, জানেন কত টাকা খরচ হবে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement