চুক্তি ভঙ্গ করে মে মাস থেকে সীমান্তে সেনা জড়ো করেছে চিন! মারাত্মক অভিযোগ ভারতের
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
মে মাসের শুরু থেকেই সীমান্তে চিন সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করেছিল
#নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মারাত্মক অভিযোগ করা হল চিনের বিরুদ্ধে। শুধু এই ক’দিন আগে ভারতের সঙ্গে চিনের দ্বন্দ্ব শুরু হয়েছে এমন নয়, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব অভিযোগ করলেন, মে মাস থেকেই সীমান্ত বরাবর সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করেছিল চিন। যা একেবারে ভারত চিনের চুক্তি বিরোধী। যে চুক্তিতে বলা হয়েছে, দু’দেশই সীমান্ত বরাবর সেনার গতিবিধি নিয়ন্ত্রণে রাখবে। সেখানে একধাক্কায় চিন এই বিপুল মাত্রায় সেনা জড়ো করেই পরিস্থিতি উত্তপ্ত করেছে এবং চুক্তি ভঙ্গ করেছে বলে মনে করছে ভারত।
নয়া দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘মে মাসের শুরু থেকেই সীমান্তে চিন সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করেছিল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC বরাবর চিনা সেনার এই গতিবিধি ১৯৯৩ সালে দু’দেশের মধ্যে হওয়া দ্বিপক্ষিক চুক্তির বিরোধী।
এদিকে সূত্রের খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতও আবার সেনার সংখ্যা বৃদ্ধি করতে শুরু করছে। সেকানে ইন্দো তিব্বতীয় পুলিশ বাহিনীও মোতায়েন করা হচ্ছে। মজুত করা হচ্ছে অস্ত্রও। চিনের গতিবিধির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে বলে দাবি করে একটি জাতীয় সংবাদমাধ্যম।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2020 7:31 PM IST