করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই দেশে সোয়াইন ফ্লু আতঙ্ক, এখনও পর্যন্ত আক্রান্ত ২৭২১
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
চিকিৎসকরা বলেছেন, এই রোগের সবচেয়ে ঝুঁকি রয়েছে গর্ভবতী মহিলা, ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে।
#নয়াদিল্লি: করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই নতুন করে দেশে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু। করোনার পাশাপাশি তাই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই রোগ। National Centre for Disease Control (NCDC)–এর দেওয়া তথ্যের ভিত্তিতে বলা চলে, ৩১ জুলায় পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭২১–এ। এই একই সময়ের মধ্যে এই রোগে প্রাণ হারিয়েছেন ৪৪ জন। করোনা আক্রান্তের তালিকায় উপরের দিকে থাকার পাশাপাশি, সোয়াইন ফ্লু–তেও জেরবার দক্ষিণের রাজ্য কর্ণাটক। আক্রান্তের তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে সেটি। এরপর রয়েছে তেলঙ্গানা, তারপর দিল্লি, তামিলনাড়ু ও উত্তর প্রদেশ। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, এই রোগটি প্রথম দেখা গিয়েছিল শুয়োরের শরীরে। তারপর এটি মানব শরীরে সংক্রমিত হয়। করোনার মতোই এই রোগের ক্ষেত্রেও বিপুল মাত্রায় জ্বর প্রাথমিক লক্ষণ। তার পাশাপাশি, গলা ব্যথা, কাশি, সারা শরীরে যন্ত্রণার মতো একাধিক উপসর্গ রয়েছে এই রোগের। যদিও এর আগেও সোয়াইন ফ্লুয়ের সঙ্গে লড়াই করেছে ভারত ও দক্ষিণ এশিয়ার একাধিক দেশ, কিন্তু করোনা সংক্রমণের মধ্যে এই রোগ আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়লে মুশকিল হবে সামলানো, এমনটা মনে করছেন অনেকেই।
চিকিৎসকরা বলেছেন, এই রোগের সবচেয়ে ঝুঁকি রয়েছে গর্ভবতী মহিলা, ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে। এছাড়া একটু বেশি বয়সের মানুষ, যাঁদের অন্য কোনও জটিল রোগ রয়েছে, তাঁদেরও এই রোগের থেকে ঝুঁকি রয়েছে। তবে মুশকিল হচ্ছে, করোনা ও সোয়াইন ফ্লু সংক্রমণের প্রাথমিক উপসর্গ অনেকটাই এক। তাই সাধারণ মানুষকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এখনই তাঁদের ইনফ্লুয়েনঞ্জা ভ্যাকসিন নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এছাড়া, করোনা এড়াতে ফেস মাস্ক, সামাজিক দূরত্ব বাকি স্বাস্থ্যবিধি মেনে চলা তো আবশ্যিক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2020 1:06 PM IST