হাতে এল C-295! সামরিক পরিবহণে আরও শক্তিশালী ভারত... নতুন পালক দেশের মুকুটে

Last Updated:

শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও ১০টি অতিরিক্ত C-295 কেনার কথা ভাবছে সরকার। সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার পরিবহণ ক্ষমতা একধাপ এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

সামরিক পরিবহনে আরো শক্তিশালী ভারত: নতুন পালক ভারতের মুকুটে
সামরিক পরিবহনে আরো শক্তিশালী ভারত: নতুন পালক ভারতের মুকুটে
দিল্লি: আকাশপথে সামরিক পরিবহণ ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। স্পেনের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শেষ ধাপের একটি C-295 সামরিক পরিবহণ বিমান হাতে পেল ভারত। এই বিমানের সঙ্গে স্পেন থেকে আসা মোট ১৬টি বিমানের ডেলিভারি শেষ হল। বাকি ৪০টি সমান ক্ষমতাসম্পন্ন বিমান এখন তৈরি হবে ভারতের মাটিতে, দেশের নিজস্ব কারখানায়। প্রতিরক্ষা খাতে ‘মেক ইন ইন্ডিয়া’র এটি অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এই চুক্তি হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। তখন ঠিক হয়েছিল, ৫৬টি C-295 বিমান কিনবে ভারত। এর মধ্যে ১৬টি পাঠাবে স্পেন, আর বাকি ৪০টি তৈরি হবে ভারতেই—Tata Advanced Systems Limited বা টাটার কারখানায়। আজ স্পেন থেকে শেষ বিমানটি হাতে পেল ভারত, নির্ধারিত সময়ের আগেই। C-295 এমন একধরনের মাঝারি সাইজের সামরিক বিমান, যেটা সৈন্য, মালপত্র, এমনকি বিপদের সময়ে রোগীও বহন করতে পারে। একটানা প্রায় ১১ ঘণ্টা উড়তে পারে এই বিমান । পাহাড়ি বা দুর্গম অঞ্চলে মাল পৌঁছে দেওয়া, নজরদারি চালানো, জরুরি পরিষেবা বা প্যারাট্রুপিং—সবকিছুতেই ব্যবহার করা যায় এই বিমানকে।
advertisement
এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হল, এবার থেকে এই বিমান তৈরি হবে ভারতের মাটিতে, গুজরাটের ভাদোদরার কারখানায়। এটিই দেশের প্রথম বেসরকারি অ্যাসেম্বলি লাইন, যেখানে সামরিক বিমান তৈরি হবে। টাটার সঙ্গে হাত মিলিয়েছে Airbus, আর এই কারখানায় তৈরি হবে বাকি ৪০টি বিমান। এই পুরো উদ্যোগে শুধু টাটা বা এয়ারবাস নয়, যুক্ত হয়েছে দেশের আরও অনেক ছোট ও মাঝারি শিল্প সংস্থা, যেমন BEL, BDL-সহ প্রায় ৩০টির বেশি কোম্পানি। এর ফলে দেশে তৈরি হবে প্রযুক্তি, তৈরি হবে কাজ, আর বাড়বে আত্মনির্ভরতা।
advertisement
advertisement
শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও ১০টি অতিরিক্ত C-295 কেনার কথা ভাবছে সরকার। সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার পরিবহণ ক্ষমতা একধাপ এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাতে এল C-295! সামরিক পরিবহণে আরও শক্তিশালী ভারত... নতুন পালক দেশের মুকুটে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement