মাত্র একটা ফোন-কল ! বিপদ থেকে বাঁচার সহজ উপায় নিয়ে এল সরকার
Last Updated:
#নয়াদিল্লি: বিপদ থেকে বাঁচার সহজ উপায় নিয়ে এল কেন্দ্রীয় সরকার ৷ অন্যান্য উন্নতশীল দেশের মতোই এবার সব ভারতীয়দের কাছে থাকবে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ৷ এতেই মিলবে সব রকম সাহায্য ৷ নম্বরটি '112' বা ১১২ ৷ কোনও রকম সমস্যায় পড়লে সোজা ফোন থেকে ডায়েল করা যাবে এই নম্বরে ৷ মিলবে সাহায্য আশ্বাস সরকারের ৷ এই বিশেষ পরিষেবাটি লঞ্চ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
আপতকালীন পরিষেবা হিসেবেই নির্ধারিত হবে এই নম্বরটি ৷ এটিকে বলা হচ্ছে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর ৷ পুলিশের জন্য ১০০ নম্বরটি ডায়েল করতে হবে, ১০১ আগুন লাগলে ডায়েল করতে হবে, স্বাস্থ্যের জন্য কোন জরুরি পরিষেবা চাইলে ১০৮ ডায়েল করতে হবে ৷ মহিলারা কোনও সমস্যায় পড়লে ১০৯০ নম্বর ডায়েল করতে হবে ৷
advertisement
advertisement
জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর ফোন থেকে ডায়েল করতে হবে বা স্মার্টফোনের পাওয়ার বটন তিনবার টিপতে হবে ৷ তাহলেই এমার্জেন্সি রেসপন্স সেন্টার অ্যাক্টিভেট হবে ৷ এটা না পারলেও বা আপনার কাছে স্মার্টফোন না থাকলে অন্য ফোন থেকে ৫ বা ৯ অনেকক্ষণ চিপে থাকতে হবে ৷ আপনার কোন রকম সাহায্য প্রয়োজন, এটি জানতে পারলেই সরকারিভাবে ১০-১২ মিনিটে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ৷ তবে এই সময়টা কমিয়ে এনে ৮ মিনিট করা হবে বলেই স্থির হয়েছে ৷ আপাতত এই জরুবি পরিষেবার সুবিধা পাবেন উত্তর প্রদেশ, উত্তরাখান্ড, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, তালিমনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাত, পদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান, দামন-দিউ, দাদার ও নগর হাভেলি ও জম্মু কাশ্মীরের মানুষ ৷
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2019 8:57 PM IST