#নয়াদিল্লি: বিপদ থেকে বাঁচার সহজ উপায় নিয়ে এল কেন্দ্রীয় সরকার ৷ অন্যান্য উন্নতশীল দেশের মতোই এবার সব ভারতীয়দের কাছে থাকবে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ৷ এতেই মিলবে সব রকম সাহায্য ৷ নম্বরটি '112' বা ১১২ ৷ কোনও রকম সমস্যায় পড়লে সোজা ফোন থেকে ডায়েল করা যাবে এই নম্বরে ৷ মিলবে সাহায্য আশ্বাস সরকারের ৷ এই বিশেষ পরিষেবাটি লঞ্চ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
আপতকালীন পরিষেবা হিসেবেই নির্ধারিত হবে এই নম্বরটি ৷ এটিকে বলা হচ্ছে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর ৷ পুলিশের জন্য ১০০ নম্বরটি ডায়েল করতে হবে, ১০১ আগুন লাগলে ডায়েল করতে হবে, স্বাস্থ্যের জন্য কোন জরুরি পরিষেবা চাইলে ১০৮ ডায়েল করতে হবে ৷ মহিলারা কোনও সমস্যায় পড়লে ১০৯০ নম্বর ডায়েল করতে হবে ৷
আরও পড়ুন মাধ্যমিক শেষে আর ফেরা হল না বাড়ি, মায়ের কোল খালি করে প্রাণ গেল ছাত্রের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।