Indian Navy: গভীর সমুদ্রে উদ্ধার অভিযান,১০০০ মিটার গভীরতাতেও নজরদারি, দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক যুদ্ধজাহাজ ‘নিস্তার’

Last Updated:

কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ক্ষেত্রে এটি এক বড় মাইলফলক বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা । বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের নৌবাহিনীর কাছেই রয়েছে এমন ধরনের জাহাজ।

দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক যুদ্ধজাহাজ ‘নিস্তার’, নৌসেনার মুকুটে নয়া পালক
দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক যুদ্ধজাহাজ ‘নিস্তার’, নৌসেনার মুকুটে নয়া পালক
নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল । প্রথমবারের জন্য সম্পূর্ণভাবে দেশেই তৈরি হল একটি ডাইভিং সহায়ক যুদ্ধজাহাজ । বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড (HSL) অত্যাধুনিক ‘নিস্তার’ জাহাজটি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেয় ।
নিস্তার নামটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ ‘মুক্তি’ বা ‘উদ্ধার’ । ঠিক তার মতোই এই জাহাজের প্রধান কাজ গভীর সমুদ্রে উদ্ধার অভিযান, জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া এবং ডুবো জাহাজে আটকে পড়া নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনা । জাহাজটির দৈর্ঘ্য ১১৮ মিটার এবং ওজন প্রায় ১০ হাজার টন । এটি ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিংস-এর নির্দেশিকা অনুসারে নির্মিত হয়েছে ।
advertisement
জাহাজে রয়েছে আধুনিক ডাইভিং সাপোর্ট সিস্টেম, যার মধ্যে রয়েছে ৩০০ মিটার গভীরতা পর্যন্ত নজরদারি ও উদ্ধারকাজ চালানোর ক্ষমতা । পাশাপাশি রয়েছে ৭৫ মিটার গভীরতাতে ডাইভিং করার জন্য নির্দিষ্ট মঞ্চ এবং অত্যাধুনিক ডাইভিং যন্ত্রপাতি ।
advertisement
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘নিস্তার’-এ রয়েছে একটি দূর-চালিত সাবমার্সিবল ভেহিকল (ROV), যার মাধ্যমে ১,০০০ মিটার গভীরতাতেও নজরদারি, অনুসন্ধান এবং উদ্ধারকাজ চালানো সম্ভব ।
advertisement
এই জাহাজ শুধু উদ্ধার কাজেই নয়, বরং দেশের উপকূলীয় নিরাপত্তা, সমুদ্রসীমায় নজরদারি এবং সামুদ্রিক দুর্ঘটনায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে তৈরি৷ বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর গভীর সমুদ্রে কাজ করার ক্ষমতা আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে ।
advertisement
এই যুদ্ধজাহাজটির প্রায় ৭৫ শতাংশ যন্ত্রাংশ এবং প্রযুক্তি এ দেশেই নির্মাণ করা হয়েছে । অর্থাৎ, বিদেশ নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ ঘরোয়া প্রযুক্তিতে তৈরি হয়েছে ‘নিস্তার’ । কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ক্ষেত্রে এটি এক বড় মাইলফলক বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা । বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের নৌবাহিনীর কাছেই রয়েছে এমন ধরনের জাহাজ। সেই তালিকায় এবার ভারতের নামও যুক্ত হল ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Navy: গভীর সমুদ্রে উদ্ধার অভিযান,১০০০ মিটার গভীরতাতেও নজরদারি, দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক যুদ্ধজাহাজ ‘নিস্তার’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement