নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রত্যাঘাত ভারতের, পাক সীমান্তে সার্জিক্যাল অ্যাটাক

Last Updated:

অবশেষে পাল্টা জবাব ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশের পাল্টা জবাব দিল ভারত ৷

#নয়াদিল্লি: অবশেষে উরি হামলার পাল্টা জবাব ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশের পাল্টা জবাব দিল ভারত ৷ বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা বাহিনী ৷
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি  ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷
বৃহস্পতিবার সকালে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ও সেনাবাহিনীর ডিজিএমও রণবীর সিং যুগ্ম সাংবাদিক বৈঠকে জানালেন, ‘সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত ৷ জঙ্গিদের সাহায্যকারীদেরও নিকেশ করা হয়েছে ৷ সন্ত্রাস দমনে কথা রাখেনি পাকিস্তান ৷ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারবার ভারতে জঙ্গি অনুপ্রবেশের মোকাবিলায় এই পদক্ষেপ নিয়েছে ভারত ৷’ এনএসএ অজিত দোভালের তদারকিতে পাকিস্তানে এই সার্জিক্যাল স্ট্রাইক হেনেছে ভারত ৷
advertisement
advertisement
এদিন সাংবাদিক বৈঠকে সেনা ডিজিএমও বলেন, চলতি বছরে সীমান্ত পেরিয়ে ২০ বার অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান ৷ গোপন সূত্রে জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে অপারেশন চালায় সেনা ৷ সেনার কাছে খবর ছিল, জঙ্গিদের একটি বড় দল সীমান্ত পেরিয়ে ঢুকতে চলেছে ভারতে, যাদের টার্গেট কাশ্মীর উপত্যকা সহ ভারতের অন্যান্য অংশে সন্ত্রাস ছড়ানো ৷
advertisement
তাই জঙ্গি হানা প্রতিরোধ করতে বৃহস্পতিবার ভোর আড়াইটে নাগাদ সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢোকে সেনা বাহিনী ৷ ভিমবের, হটস্প্রিং সেল এবং লিপা সেক্টরে হামলা চালিয়ে সাতটি পাক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় জওয়ানরা ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে জঙ্গিদের অন্তত ৭টি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস ৷ অভিযানে প্যারাড্রপিংয়ে করে ভারতীয় সেনা ৷ বৃহস্পতিবার ভোর চারটেয় এই অপারেশন শেষ হয়েছে বলে জানায় ডিজিএমও রণবীর সিং ৷
advertisement
পাকিস্তানের ডিজিএমও-কে এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানানো হয়েছে ৷ ডিজিএমও মেজর জেনারেল বলেন, ‘জঙ্গিদের DNA দিতেও তৈরি ভারত একথা পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে ৷’ কিন্তু ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মানতে নারাজ পাকিস্তান  ৷ ‘আমরা যে কোনও কিছুর জন্য তৈরি,’ দাবি পাক বায়ুসেনার ৷ ‘আমাদের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক হলে  আমরাও পাল্টা দিতে তৈরি’, বলে জানিয়েছে পাক আইএসপিআর ৷
advertisement
অন্যদিকে, সীমান্ত বরাবর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের নিন্দায় পাক প্রধানমন্ত্রী ৷ নওয়াজ শরিফের হুঁশিয়ারি, ‘আমরা শান্তির পক্ষে কিন্তু তাকে দুর্বলতা ভাবা ভুল ৷ দেশের নিরাপত্তা রক্ষায় আমরা তৈরি ৷ আঘাত হানলে প্রত্যাঘাত করা হবে ৷’
এদিনের সাংবাদিক সম্মেলনে ডিজিএমও মেজর জেনারেল রণবীর সিংয়ের হুঁশিয়ারি, ‘নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ চলছে ৷ এটা আমাদের দেশের ক্ষেত্রে ভয়ানক বিপদ ৷ উরি ও পুঞ্চে জঙ্গিহানা তারই প্রতিফলন ৷ কালও নিয়ন্ত্রণরেখায় জঙ্গিহানা ঘটেছে ৷ ভারতীয় সেনাবাহিনীও তৈরি রয়েছে ৷ নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিহানা বরদাস্ত করা হবে না ৷’
advertisement
এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডাকেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রত্যাঘাত ভারতের, পাক সীমান্তে সার্জিক্যাল অ্যাটাক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement