মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, এখুনি নেওয়া উচিত ব্যবস্থা, জানাল মার্কিন সংস্থা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি ভারত, তবে এই মুহূর্তে হঠাৎই ভয়াবহভাবে থমকে গেছে অর্থনীতি
#ওয়াশিংটন : অর্থনৈতিক উন্নয়ন যেভাবে ভারতে আটকে গেছে তা দূর করতে দ্রুত ভারতকে ব্যবস্থার নেওয়ার পরামর্শ আইএএমএফের ৷ ওয়াশিংটনের ইন্টারন্যাশানাল ফান্ড ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভীষণভাবেই চিন্তিত ৷ বিশ্ব মানচিত্রে ভারত এখন অত্যন্ত শক্তিশালী ও উন্নয়নের পথে থাকে দেশ ৷ সেখানে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আটকে যায় তাহলে সমস্ত উন্নয়নই মুখ থুবড়ে পড়বে ৷
বিনিয়োগ থেকে শুরু করে উপভোক্তাদের অনীহা ক্ষতি করছে অর্থনৈতিক গ্রোথের ক্ষেত্রে৷ ভয়ের পরিস্থিতি আরও বাড়াচ্ছে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ৷ বিশ্ব মানচিত্রে দ্রুত গতিতে নিজের আধিপত্য বাড়িয়ে তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এইসব কারণ ৷ নিজেদের বার্ষিক মূল্যায়নের রিপোর্টে এটাই তুলে ধরেছে IMF ৷
নিজেদের রিপোর্টে তারা দাবি করেছে দারিদ্রসীমা থেকে লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করার পর ভারতে এখন অর্থনৈতিক উন্নয়নের গতি কার্যত রুদ্ধ৷ আইএমএফ এশিয়ার পক্ষ থেকে রানিল সালগাদো সংবাদমাধ্যমকে এই ভয়ের পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল করেছেন ৷ এর পাশাপাশি তিনি জানিয়েছেন ভারতকে যদি নিজেদের হৃত শক্তি পুনরুদ্ধার করতে হয় তাহলে দ্রুত এই অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য কার্যকারী অ্যাকশন প্ল্যান নিতে হবে ৷
advertisement
advertisement
তবে সরকারের হাতে এই মুহূর্তে সীমিত ক্ষমতাই আছে কারণ প্রচুর ঋণ ও সুদের চাপ রয়েছে - এই বলেও সতর্ক করেছে আইএমএফ ৷ গত সপ্তাহে আইএমএফের অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানিয়েছেন ভারতের এই অর্থনৈতিক স্লো ডাউন খুবই নিম্নমুখী এবং বিস্ময়কর ৷ এর জেরে বিশ্ব অর্থনীতিতে ভারতের জায়গা অনেকটাই নেমে যাবে ৷
advertisement
অক্টোবরেই আইএমএফ এই পূর্বাভাস দিয়েছিল যে ২০১৯ ফুলপয়েন্ট ৬.১ হবে , যা ২০২০ তে ৭.০ আশা করা হয়েছিল ৷ সালগাদো আরও বলেছেন , যদি এইভাবে অর্থনৈতিক মন্দা চলতে থাকে তাহলে ব্যাঙ্কগুলিরও কোনও জায়গা থাকবে না রেট আরও কমানো ছাড়া ৷
advertisement
নয় বছরে সবচেয়ে কম রেট করতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এ বছরে পাঁচবার এভাবে রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ কেন্দ্রীয় ব্যাঙ্ক বিকাশের মান ৬.১ থেকে কমিয়ে ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে ৷
জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের যে বিকাশ হয়েছে তা গত ছয় বছরে সবচেয়ে শ্লথ ৷ একবছর আগে যেটা ৭.০ ছিল সেটা কমে মাত্র ৪.৫ শতাংশে দাঁড়িয়েছে ৷ সরকারি পরিসংখ্যানই এই তথ্য দিয়েছে জানিয়েছেন সালগাডো৷ তাঁর পরামর্শ সরকারকে এখুনি দারুণ কার্যকারী অর্থনীতিতে চাঙ্গা করার পদক্ষেপ নিতেই হবে ৷
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 24, 2019 9:57 AM IST









