• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, এখুনি নেওয়া উচিত ব্যবস্থা, জানাল মার্কিন সংস্থা

মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, এখুনি নেওয়া উচিত ব্যবস্থা, জানাল মার্কিন সংস্থা

Representative image

Representative image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি ভারত, তবে এই মুহূর্তে হঠাৎই ভয়াবহভাবে থমকে গেছে অর্থনীতি

 • Share this:

  #ওয়াশিংটন : অর্থনৈতিক উন্নয়ন যেভাবে ভারতে আটকে গেছে তা দূর করতে দ্রুত ভারতকে ব্যবস্থার নেওয়ার পরামর্শ আইএএমএফের ৷ ওয়াশিংটনের ইন্টারন্যাশানাল ফান্ড ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভীষণভাবেই চিন্তিত ৷ বিশ্ব মানচিত্রে ভারত এখন অত্যন্ত শক্তিশালী ও উন্নয়নের পথে থাকে দেশ ৷ সেখানে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আটকে যায় তাহলে সমস্ত উন্নয়নই মুখ থুবড়ে পড়বে ৷

  বিনিয়োগ থেকে শুরু করে  উপভোক্তাদের অনীহা  ক্ষতি করছে অর্থনৈতিক গ্রোথের ক্ষেত্রে৷ ভয়ের পরিস্থিতি আরও বাড়াচ্ছে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ৷ বিশ্ব মানচিত্রে দ্রুত গতিতে নিজের আধিপত্য বাড়িয়ে তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে  এইসব কারণ ৷ নিজেদের বার্ষিক মূল্যায়নের রিপোর্টে এটাই তুলে ধরেছে IMF ৷

  নিজেদের রিপোর্টে তারা দাবি করেছে দারিদ্রসীমা থেকে লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করার পর ভারতে এখন অর্থনৈতিক উন্নয়নের গতি কার্যত রুদ্ধ৷ আইএমএফ এশিয়ার পক্ষ থেকে রানিল সালগাদো সংবাদমাধ্যমকে এই ভয়ের পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল করেছেন ৷ এর পাশাপাশি তিনি জানিয়েছেন ভারতকে যদি নিজেদের হৃত শক্তি পুনরুদ্ধার করতে হয় তাহলে দ্রুত এই অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য কার্যকারী অ্যাকশন প্ল্যান নিতে হবে ৷

  আরও পড়ুন - শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফরে দলে ফিরলেন ধাওয়ান ও বুমরাহ

  তবে সরকারের হাতে এই মুহূর্তে সীমিত ক্ষমতাই আছে কারণ প্রচুর ঋণ ও সুদের চাপ রয়েছে - এই বলেও সতর্ক করেছে আইএমএফ ৷ গত সপ্তাহে আইএমএফের অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানিয়েছেন ভারতের এই অর্থনৈতিক স্লো ডাউন খুবই নিম্নমুখী এবং বিস্ময়কর ৷ এর জেরে বিশ্ব অর্থনীতিতে ভারতের জায়গা অনেকটাই নেমে যাবে ৷

  মিল

  অক্টোবরেই আইএমএফ এই পূর্বাভাস দিয়েছিল যে ২০১৯ ফুলপয়েন্ট ৬.১ হবে , যা ২০২০ তে ৭.০ আশা করা হয়েছিল ৷ সালগাদো আরও বলেছেন , যদি এইভাবে অর্থনৈতিক মন্দা চলতে থাকে তাহলে ব্যাঙ্কগুলিরও কোনও জায়গা থাকবে না রেট আরও কমানো ছাড়া ৷

  নয় বছরে সবচেয়ে কম রেট করতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এ বছরে পাঁচবার এভাবে রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ কেন্দ্রীয় ব্যাঙ্ক  বিকাশের মান ৬.১ থেকে কমিয়ে ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে ৷

  জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের যে বিকাশ হয়েছে তা গত ছয় বছরে সবচেয়ে শ্লথ ৷ একবছর আগে যেটা ৭.০ ছিল সেটা কমে মাত্র ৪.৫ শতাংশে দাঁড়িয়েছে ৷ সরকারি পরিসংখ্যানই এই তথ্য দিয়েছে জানিয়েছেন সালগাডো৷ তাঁর পরামর্শ সরকারকে এখুনি দারুণ কার্যকারী অর্থনীতিতে চাঙ্গা করার পদক্ষেপ নিতেই হবে ৷

  আরও দেখুন

  Published by:Debalina Datta
  First published: