#নয়াদিল্লি: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গ্লোবাল সামিট RAISE 2020-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর উপরে একটি গ্লোবাল ভার্চুয়ালি সামিটের আয়োজন করছে কেন্দ্রীয় সরকার৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানিও৷
সামাজিক ক্ষমতায়নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র৷ RAISE 2020 সামিট চলবে ৯ অক্টোবর পর্যন্ত৷ সামাজিক উন্নয়ন ও পরিবর্তনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে ভারতের রোডম্যাপ ও ভিশনে ফোকাস করা হবে এই সামিটে৷ এই ধরনের সামিট এর আগে কখনও হয়নি৷ ভার্চুয়াল সামিটে যোগ দেবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি সহ দেশের প্রথম সারির শিল্পপতিরা৷ থাকবেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞরাও৷ কী ভাবে সামাজিক উন্নয়নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হবে, ভাল পরিকাঠামো তৈরির মাধ্যমে সমাজের প্রান্তিক স্তরে কী ভাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে উন্নয়ন পৌঁছে দেওয়া হবে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে সামিটে৷
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের গ্লোবাল পার্টনারশিপের ভারত অন্যতম শরিক৷ সামাজিক উন্নয়নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের লক্ষ্যে ভারত সরকার৷ সামিটে বক্তব্য রাখবেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি, আইবিএম-এর সিইও অরবিন্দ কৃষ্ণ, পদ্মভূষণ ও মার্কিন প্রেসিডেন্টের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা কমিটির কো-চেয়ার অধ্যাপক রড রেড্ডি প্রমুখ৷
নীতি আয়োগের সিইও অনিতাভ কান্তের কথায়, 'আমাদের দৃঢ় বিশ্বাস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবন পাল্টে দেবে৷ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও গভর্ন্যান্সে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়ছে ভারতে৷ বিশ্বের AI ল্যাবরেটরি হতে পারে ভারত৷'
এ দিন ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, 'RAISE2020 ভার্চুয়াল সম্মেলনে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছি৷ বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা AI-এর বিভিন্ন দিক নিয়ে এই সম্মেলনে মতামত বিনিময় করবেন৷'
গত জুন মাসেই গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (GPAI)-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিয়েছিল ভারত৷ GPAI-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান, মেক্সিকো, কোরিয়া প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো বিশ্বের অগ্রণী অর্থনীতির দেশগুলির সঙ্গী হয়েছে ভারত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RAISE 2020