সন্ত্রাসবাদ দমনে একজোট হয়ে লড়বে ভারত-ফ্রান্স

Last Updated:

পাক্ষিক সম্পর্কের উন্নয়নে চারদিনের সফরে ভারতে এলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন ৷ শনিবার দুই দেশের প্রধানের মধ্যে বৈঠক হয় ৷ সেই বৈঠকে ১৪টি বিষয় নিয়ে চুক্তি সাক্ষরিত হয় ৷

#নয়াদিল্লি: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে চারদিনের সফরে ভারতে এলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন ৷ শনিবার দুই দেশের প্রধানের মধ্যে বৈঠক হয় ৷ সেই বৈঠকে ১৪টি বিষয় নিয়ে চুক্তি সাক্ষরিত হয় ৷ নিরাপত্তা, পারমাণবিক শক্তিসহ একাধিক বিষয় নিয়ে চুক্তি হয় নরেন্দ্র মোদি এবং ম্যাক্রনের মধ্যে ৷ সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে এক জোট হয়ে লড়বে ৷
ইন্দো-প্রশান্ত মহাসাগর এলাকার উন্নয়নে সাহায্যের আশ্বাস দিয়েছেন ম্যাক্রন ৷ পাশাপাশি আন্তর্জাতিক মহলে মাথাচাড়া দিয়ে উঠছে চিন৷  সেই বিষয়টিও ভারতের ক্ষেত্রে যথেষ্ট মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে ৷ তাই সেই বিষয়টি নিয়েও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয় ৷
জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শিক্ষা, পরিবেশ, রেল পরিষেবা এবং নগরোন্নয়ন নিয়েও দুই দেশের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে ৷ এর পাশাপাশি স্পেস, প্রযুক্তি এবং সন্ত্রাসদমমসহ আরও বিভিন্ন বিষয় নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথন হয় ৷
advertisement
advertisement
গতকাল রাতেই ভারতে এসে পৌঁছন ম্যাক্রন ৷ এরপরই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যেকার সাক্ষাৎ এক নয়া দিশার সূচনা করতে চলেছে যে, সেটি বলাই যায় ৷ প্রতিরক্ষা খাতের উন্নয়নের বিষয়টি নিয়েও মোদি-ম্যাক্রনের মধ্যে কথোপকথন হয় ৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, নরেন্দ্র মোদি-ইমান্যুয়েল ম্যাক্রনের সাক্ষাৎ দুই দেশের মধ্যেকার বন্ধুত্বেরও এক নয়া দিকের সূচনা করল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সন্ত্রাসবাদ দমনে একজোট হয়ে লড়বে ভারত-ফ্রান্স
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement