৩৬ টি যুদ্ধবিমান কেনার জন্য রাফায়েল ডিল সাক্ষর করল ভারত

Last Updated:

সাড়ে তিন বছরের আলাপ আলোচনার পর্যন্ত অবশেষে ফ্রান্সের সঙ্গে ৭.৮ বিলিয়ন ইউরোর রাফায়েল ডিল সাক্ষর করল ভারত ৷ এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের থেকে মোট ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷

#নয়াদিল্লি: সাড়ে তিন বছরের আলাপ আলোচনার পর্যন্ত অবশেষে ফ্রান্সের সঙ্গে ৭.৮ বিলিয়ন ইউরোর রাফায়েল ডিল সাক্ষর করল ভারত ৷ এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের থেকে মোট ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷ এর ফলে ভারতের সামরিক শক্তি আরও কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠল ৷
রবিবারের উরি সন্ত্রাসের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা ৷ উরি সন্ত্রাসের জবাব হিসেবে বিশ্ব মঞ্চে কূটনৈতিক চালে প্রতিবেশী রাষ্ট্রকে একঘরে করার নীতি নিয়েছে কেন্দ্র ৷ একই সঙ্গে নিজেদের সামরিক ব্যবস্থাকেও ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছে নর্থ ব্লক ৷ সেই পদক্ষেপে এক বড় সড় সাফল্য এনে দিল রাফায়েল ডিল ৷
advertisement
গত বছর এপ্রিল মাসে ফ্রান্স সফরে গিয়ে রাফায়েল চুক্তির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এখনও দরাদরি অব্যাহত থাকায় স্বাক্ষরিত হয়নি ডিলটি ৷ সেই ঘটনার প্রায় ১৬ মাস পর ভারতের তরফে এদিন রাফায়েল চুক্তিতে সাক্ষর করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ৷ পৃথিবীর অন্যতম দ্রুত এবং অত্যাধুনিক এই জেট সমস্ত আধুনিক মিসাইল ও অস্ত্র পরিবহণে সক্ষম ৷
advertisement
advertisement
প্রায় ৫৮ হাজার কোটি টাকার বদলে ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷ মোট টাকার ১৫ শতাংশ ইতিমধ্যেই অগ্রিম হিসেবে দিয়ে দিয়েছে ভারত ৷ ১৮ মাসের মধ্যে ১২টি রাফায়েল যুদ্ধবিমান হাতে পাওয়ার প্রতিশ্রুতি পেতেই চুক্তি চুড়ান্তের সিদ্ধান্ত নেয় ভারত ৷ এই চুক্তির মাধ্যমে কেনা রাফায়েল যুদ্ধবিমানগুলিকে পাক সীমান্তে কাজে লাগানো হবে ৷
advertisement
রাফায়েল ডিল ভারতের জন্য এক ধরনের গেম চেঞ্জার ৷ ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী বলে মানা হয় ৷ কিন্তু এই রাফায়েল যুদ্ধ বিমান আরও কয়েক গুণ শক্তিশালী করে দিল ভারতকে ৷ রাফায়েল বিমানগুলি হাতে পেলে সাউথ এশিয়ায় সবথেকে শক্তিশালী হয়ে ওঠবে ভারতের সমর শক্তি ৷
১৫০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে এয়ার টু এয়ার মিসাইল ছুঁড়তে পারে এই রাফায়েল যুদ্ধ বিমান ৷ অর্থাৎ ভারতীয় সীমারেখার মধ্যে থেকেও পাকিস্তানের অভ্যন্তরে কোনও নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে কিংবা আরও উত্তর এবং পূর্ব সীমান্তের কোনও স্থানে থাকা লক্ষ্যবস্তুর উদ্দেশ্য মিসাইল ছুঁড়তে পারে রাফায়েল ৷
advertisement
ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফ্ট রাফায়েল ৷ এয়ার সুপিরিয়রিটি, আকাশপথে রেইকি, গ্রাউন্ড সার্পোটই প্রধান দায়িত্ব রাফালের ৷
ইতিমধ্যেই পাক সন্ত্রাস ঠেকাতে সীমারেখায় নতুন করে বাঙ্কার তৈরি করছে নিরাপত্তাবাহিনী ৷ আধাসেনা ও সেনার মধ্যে পেনশন নিয়ে মতভেদ থাকলেও লাইন অফ কন্ট্রোল বরাবর বাঙ্কার তৈরিতে সহমত দু’পক্ষই ৷ বিভিন্ন আর্মি বেস থেকে প্রচুর ট্যাঙ্ক রওনা হয়েছে LOC-এর পাশে থাকা আর্মি বেসগুলিতে ৷ সীমান্ত সুরক্ষায় কোনও ফাঁক রাখতে চায় না প্রতিরক্ষা দফতর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৩৬ টি যুদ্ধবিমান কেনার জন্য রাফায়েল ডিল সাক্ষর করল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement