৩৬ টি যুদ্ধবিমান কেনার জন্য রাফায়েল ডিল সাক্ষর করল ভারত
Last Updated:
সাড়ে তিন বছরের আলাপ আলোচনার পর্যন্ত অবশেষে ফ্রান্সের সঙ্গে ৭.৮ বিলিয়ন ইউরোর রাফায়েল ডিল সাক্ষর করল ভারত ৷ এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের থেকে মোট ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷
#নয়াদিল্লি: সাড়ে তিন বছরের আলাপ আলোচনার পর্যন্ত অবশেষে ফ্রান্সের সঙ্গে ৭.৮ বিলিয়ন ইউরোর রাফায়েল ডিল সাক্ষর করল ভারত ৷ এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের থেকে মোট ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷ এর ফলে ভারতের সামরিক শক্তি আরও কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠল ৷
রবিবারের উরি সন্ত্রাসের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা ৷ উরি সন্ত্রাসের জবাব হিসেবে বিশ্ব মঞ্চে কূটনৈতিক চালে প্রতিবেশী রাষ্ট্রকে একঘরে করার নীতি নিয়েছে কেন্দ্র ৷ একই সঙ্গে নিজেদের সামরিক ব্যবস্থাকেও ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছে নর্থ ব্লক ৷ সেই পদক্ষেপে এক বড় সড় সাফল্য এনে দিল রাফায়েল ডিল ৷
advertisement
গত বছর এপ্রিল মাসে ফ্রান্স সফরে গিয়ে রাফায়েল চুক্তির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এখনও দরাদরি অব্যাহত থাকায় স্বাক্ষরিত হয়নি ডিলটি ৷ সেই ঘটনার প্রায় ১৬ মাস পর ভারতের তরফে এদিন রাফায়েল চুক্তিতে সাক্ষর করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ৷ পৃথিবীর অন্যতম দ্রুত এবং অত্যাধুনিক এই জেট সমস্ত আধুনিক মিসাইল ও অস্ত্র পরিবহণে সক্ষম ৷
advertisement
advertisement
প্রায় ৫৮ হাজার কোটি টাকার বদলে ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷ মোট টাকার ১৫ শতাংশ ইতিমধ্যেই অগ্রিম হিসেবে দিয়ে দিয়েছে ভারত ৷ ১৮ মাসের মধ্যে ১২টি রাফায়েল যুদ্ধবিমান হাতে পাওয়ার প্রতিশ্রুতি পেতেই চুক্তি চুড়ান্তের সিদ্ধান্ত নেয় ভারত ৷ এই চুক্তির মাধ্যমে কেনা রাফায়েল যুদ্ধবিমানগুলিকে পাক সীমান্তে কাজে লাগানো হবে ৷
advertisement
রাফায়েল ডিল ভারতের জন্য এক ধরনের গেম চেঞ্জার ৷ ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী বলে মানা হয় ৷ কিন্তু এই রাফায়েল যুদ্ধ বিমান আরও কয়েক গুণ শক্তিশালী করে দিল ভারতকে ৷ রাফায়েল বিমানগুলি হাতে পেলে সাউথ এশিয়ায় সবথেকে শক্তিশালী হয়ে ওঠবে ভারতের সমর শক্তি ৷
১৫০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে এয়ার টু এয়ার মিসাইল ছুঁড়তে পারে এই রাফায়েল যুদ্ধ বিমান ৷ অর্থাৎ ভারতীয় সীমারেখার মধ্যে থেকেও পাকিস্তানের অভ্যন্তরে কোনও নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে কিংবা আরও উত্তর এবং পূর্ব সীমান্তের কোনও স্থানে থাকা লক্ষ্যবস্তুর উদ্দেশ্য মিসাইল ছুঁড়তে পারে রাফায়েল ৷
advertisement
ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফ্ট রাফায়েল ৷ এয়ার সুপিরিয়রিটি, আকাশপথে রেইকি, গ্রাউন্ড সার্পোটই প্রধান দায়িত্ব রাফালের ৷
ইতিমধ্যেই পাক সন্ত্রাস ঠেকাতে সীমারেখায় নতুন করে বাঙ্কার তৈরি করছে নিরাপত্তাবাহিনী ৷ আধাসেনা ও সেনার মধ্যে পেনশন নিয়ে মতভেদ থাকলেও লাইন অফ কন্ট্রোল বরাবর বাঙ্কার তৈরিতে সহমত দু’পক্ষই ৷ বিভিন্ন আর্মি বেস থেকে প্রচুর ট্যাঙ্ক রওনা হয়েছে LOC-এর পাশে থাকা আর্মি বেসগুলিতে ৷ সীমান্ত সুরক্ষায় কোনও ফাঁক রাখতে চায় না প্রতিরক্ষা দফতর ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2016 3:21 PM IST