ভারতে হামলার ছক কষছে ISIS! মদত যোগাচ্ছে পাকিস্তান, গোয়েন্দা দফতর সূত্রে খবর প্রকাশ‍্যে

Last Updated:

মস্কো হামলার ক্ষত এখনও শুকোয়নি। এবার ভারতে হামলার ছক কষছে আইএসআইএস। গোয়েন্দা সুত্রে এমনটাই জানতে পেরেছে সিএনএন-নিউজ ১৮।

ভারতে হামলার ছক কষছে ISIS! মদত যোগাচ্ছে পাকিস্তান, গোয়েন্দা দফতর সূত্রে খবর প্রকাশ‍্যে
ভারতে হামলার ছক কষছে ISIS! মদত যোগাচ্ছে পাকিস্তান, গোয়েন্দা দফতর সূত্রে খবর প্রকাশ‍্যে
মস্কো হামলার ক্ষত এখনও শুকোয়নি। এবার ভারতে হামলার ছক কষছে আইএসআইএস। গোয়েন্দা সুত্রে এমনটাই জানতে পেরেছে সিএনএন-নিউজ ১৮। ইসলামিক স্টেট পাকিস্তান প্রভিন্সের (আইএসপিপি) সাম্প্রতিক হুমকিকেও হালকাভাবে নেওয়া উচিত হবে না বলেও জানিয়েছে তারা।
গোয়েন্দা সুত্রে আরও জানা গিয়েছে, তালিবানরা দুর্বল হওয়ার পর হাত মিলিয়েছে ইসলামিক স্টেট (আইএসআইএস) এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আইএসপিপি-র সঙ্গে যুক্ত নাশির মিডিয়া সম্প্রতি একটি পোস্টার জারি করেছে। তাতে লেখা, “এবার কার পালা”? এই পোস্টারে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং ডেনমার্ককে সরাসরি হুমকি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
শুধু তাই নয়, মস্কো এবং কান্দাহার হামলার ছবিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন। উল্লেখ্য, ২১ মার্চ আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের শীর্ষ নেতৃত্ব এবং তাদের সর্বোচ্চ নেতা আখুন্দজাদাকে টার্গেট করেছিল আইএসআইএস। ঠিক তার পরদিন মস্কোর ক্রকাস সিটি হলে হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। কনসার্টে উপস্থিত দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। হলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছে। অনেকে এখনও নিখোঁজ।
advertisement
ভারতের এক গোয়েন্দা কর্তা নিউজ ১৮-কে বলেছেন, ‘আমারা এই হুমকি হালকাভাবে নিতে পারি না”। সঙ্গে তিনি যোগ করেন, “আইএসআইএস একটি নির্দিষ্ট সম্প্রদায় থেকে ভারতীয় যুবকদের নিয়মিতভাবে উস্কে দেওয়ার সবরকম চেষ্টা করছে। রাজ্য পুলিশের সাহায্যে তাদের ধ্বংস করা হচ্ছে। আমরা উচ্চ সতর্কতায় রয়েছি। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেকের উপর নজর রাখা হচ্ছে”।
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ভারতে হামলা চালানোর জন্য লাগাতার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ভিওআইপি প্ল্যাটফর্মে ভারতীয় যুবকদের প্ররোচিত করছে। বেঙ্গালুরু কাফে বিস্ফোরণে সন্দেহভাজন মুসাভির শাজিব হোসেনের মতো অপরাধমূলক কাজকর্মের রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদের দলে টানার চেষ্টা করছে। প্রসঙ্গত, বলে রাখা ভাল, রামেশ্বরম কাফে বিস্ফোরণে ৯ জন আহত হন। এনআইএ ঘটনার তদন্ত করছে।
advertisement
আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পর আইএসআইএস-এর শক্তিবৃদ্ধি হয়েছে। কারণ অন্য কোনও সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে তাদের খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। তাছাড়া সীমান্তে পাকিস্তানি সেনা ও তালিবানের মধ্যে নিত্য সংঘর্ষ চলছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা এখানেও আইএসআইএসকে ব্যবহার করছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে হামলার ছক কষছে ISIS! মদত যোগাচ্ছে পাকিস্তান, গোয়েন্দা দফতর সূত্রে খবর প্রকাশ‍্যে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement