India China Taiwan: তাইওয়ানকে চিনের অংশ হিসেবে মেনে নিল ভারত? বেজিংয়ের দাবিতে তোলপাড়, মুখ খুলল দিল্লি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিনের বিদেশমন্ত্রকের এই চাঞ্চল্যকর দাবির পর পরই নিজেদের অবস্থান স্পষ্ট করতে তৎপর হয় নয়াদিল্লি৷
সোমবারই বেজিং দাবি করেছিল, তাইওয়ানকে চিনের অংশ বলে মেনে নিয়েছে ভারত৷ যদিও চিনের এই দাবিকে নস্যাৎ করে দিল নয়াদিল্লি৷ কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে সিএনএন-নিউজ ১৮ দাবি করেছে, তাইওয়ান নিয়ে ভারতের অবস্থানে কোনও বদল ঘটেনি৷
বেজিংয়ের জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছিল, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে তাইওয়ানকে চিনের অংশ হিসেবে মেনে নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ চিনের এ হেন দাবি ঘিরে কূটনৈতিক মহলেও রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ বিশেষ তাইওয়ান প্রণালীর ভৌগলিক গুরুত্বের কথা মাথায় রাখলে বেজিংয়ের এ হেন দাবি রীতিমতো তাৎপর্যপূর্ণ৷
চিনের বিদেশমন্ত্রকের এই চাঞ্চল্যকর দাবির পর পরই নিজেদের অবস্থান স্পষ্ট করতে তৎপর হয় নয়াদিল্লি৷ ভারত সরকারের বিভিন্ন শীর্ষ সূত্র মারফত দাবি করা হয়, তাইওয়ান নিয়ে দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি যে অবস্থান নিয়ে এসেছে, তাতে কোনও পরিবর্তন হয়নি৷ কেন্দ্রীয় সরকারের ওই সূত্র স্পষ্ট করে দেয়, বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতও তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক, তথ্যপ্রযুক্তি এবং সাংস্কৃতিক আদানপ্রদানে যুক্ত রয়েছে৷ যা তারা চালিয়ে নিয়ে যেতেই আগ্রহী৷
advertisement
advertisement
সূত্রের খবর, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করার জন্য আর্জি জানিয়েছিলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই৷ যদিও জয়শঙ্কর সঙ্গে সঙ্গেই তাঁকে পাল্টা বলেন, ভারতকে আপত্তি করলেও ওই সমস্ত ক্ষেত্রে চিনও ব্যবসা করছে৷ ফলে ভারতকে কীভাবে বিরত থাকার অনুরোধ করছে তারা?
চিনের সঙ্গে সম্পর্কে উন্নতি করতে চাওয়ার পাশাপাশি ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের বাণিজ্যিক প্রভাব বাড়াতে চাইছে ভারত৷ সূত্রের খবর, বৈঠকে জয়শঙ্কর চিনা বিদেশমন্ত্রীকে বলেন, দুই দেশই কঠিন সময় পেরিয়ে এসেছে৷ এখন তাদের একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত৷ আগামী মাসেই চিন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 8:52 PM IST