কলম্বো হামলার ২ ঘণ্টা আগেও শ্রীলঙ্কাকে সতর্ক করে ভারতীয় গোয়েন্দারা

Last Updated:
#নয়াদিল্লি: ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের দু’ ঘণ্টা আগে শ্রীলঙ্কাকে হামলার সতর্ক করে ভারতীয় গোয়েন্দারা। শনিবারও তাদের সতর্ক করা হয়। কিন্তু বারবার পাঠান সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে একপ্রকার গাফিলতির কথাও স্বীকার করে নেওয়া হয়েছে। এই নিয়ে দেশের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে।
রবিবারের ঘটনায় এখনও পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। দেশবাসীর একাংশের দাবি, সরকার সতর্ক হলে এই মৃত্যু মিছিল ঠেকান যেত। বিরোধীদের দাবি, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে লড়াইয়ের শিকার হচ্ছেন দেশবাসী। মঙ্গলবার থেকে দফায় দফায় চলছে শেষকৃত্য। এরই মধ্যে এক মহিলা সহ ৯ জন সন্দেহভাজনের মধ্যে ৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী। সন্দেহভাজনরা সকলেই অবস্থাপন্ন পরিবারের সদস্য।
বাংলা খবর/ খবর/দেশ/
কলম্বো হামলার ২ ঘণ্টা আগেও শ্রীলঙ্কাকে সতর্ক করে ভারতীয় গোয়েন্দারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement